Mithali Raj (Photo Credits: Facebook @immithaliraj)

মুম্বই, ২১ মার্চ: নিউ জিল্যান্ডে এখন মহিলাদের বিশ্বকাপ খেলতে ব্যস্ত ভারতীয় দলের অধিনায়িকা মিতালী রাজ (Mithali Raj)। এর মাঝেই মিতালীর বায়োপিক 'সাবাস মিথু'-র টিজার সামনে এল। সৃজিত মুখার্জি (Srijit Mukherji) পরিচালিত এই সিনেমায় তাপসি পান্নু অভিনয় করছেন মিতালীর ভূমিকায়। টিজারে মূলত মিতালীর ক্রিকেট জীবনের বড় রেকর্ডের কথাই তুলে ধরা হল। টানা সাতটা ওয়ানডে-তে হাফ সেঞ্চুরি, চারটি বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দেওয়া, সবচেয়ে কম বয়েসে টেস্টে ডবল সেঞ্চুরি-মিতালী রাজের বড় মাইলস্টোনের কথা তুলে ধরা হল টিজার।

টিজারে সিনেমাটিকে মূলত ক্রিকেটের মাঠেই বন্দি রাখা হল। এবার দেখার ট্রেলরে কী দেখানো হয়। টিজারে কয়েক মুহূর্তের জন্য দেখানো হল তাপসি পান্নুকে। তাপসীকে মেক আপের পর অনেকটাই মিতালীর মত লাগছে। আরও পড়ুন: সোনম কাপুর অন্তঃসত্ত্বা, বেবি বাম্পের ছবি শেয়ার করলেন নায়িকা

দেখুন টিজার

বলিউডে ক্রিকেটারদের বায়োপিক বেশ জনপ্রিয়। ধোনি দ্য আনটোল্ড স্টোরি থেকে সচিন: আ বিলিয়ন ড্রিমস, কিংবা আজহার, ৮৩-বলিউডে ক্রিকেটারদের বায়োপিক এলেই সাড়া পড়ে যাওয়া। মিতালী রাজের মত বাংলার ঝুলন গোস্বামীর বায়োপিক নিয়েও সিনেমা হচ্ছে। যার নাম রাখা হয়েছে, চাকদা এক্সপ্রেস। নেটফ্লিক্সের এই সিনেমায় অভিনয় করছেন অনুষ্কা শর্মা।

২০১৯-এর শেষের দিকে এই সিনেমার কাজ শুরুর আগেভাগে চিত্রনাট্য, পরিচালক, অভিনেত্রী সবই নির্দিষ্ট হয়ে যায়৷ ‘সাবাস মিথু’-র পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন ‘রইস’-এর পরিচালক রাহুল ঢোলাকিয়া৷ কিন্তু ডেট সমস্যা হওয়ায় ‘সাবাস মিথু’-র পরিচালনার দায়িত্বভার যায় সৃজিত মুখার্জি-র কাঁধে৷ ক্রিকেট ভক্ত সৃজিত এহেন গুরু দায়িত্ব পেয়ে একেবারে অভিভূত ছিলেন৷