Gizele Thakral (Photo Credit: Instagram)

মুম্বই, ৬ অগাস্ট: এবার বিগ বসে ধামাকা। তবে বিগ বস মালায়লম ৭-এ। কারণ হিসেবে বিগ বসে এবার হাজির হচ্ছেন মডেল, অভিনেত্রী গিজ়েল ঠাকরাল (Gizele Thakral)। রাজস্থানের মেয়ের সঙ্গে কেরলের কী সংযোগ রয়েছে যে তার জন্য বিগ বস মালায়লম-এ (Bigg Boss Malayalam 7) হাজির হচ্ছেন গিজ়েল? তা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে।

কে এই গিজ়েল ঠাকরাল

১৯৯৬ সালে জন্ম হয় গিজ়েল ঠাকরালের। বাবা পাঞ্জাবি এবং মা মালায়লী গিজ়েলের। ফলে জন্মসূত্রেই তাঁর সঙ্গে কেরলের যোগ রয়েছে। তার কারণেই হিন্দি বিগ বস ৯-এর পর এবার মালায়মে হাজির হচ্ছেন গিজ়েল। মাত্র ১৪ বছর বয়স থেকে মডেলিং শুরু করেন গিজ়েল ঠাকরাল।

দেখুন গিজ়েল ঠাকরালের ঝলক...

 

View this post on Instagram

 

কী কী কাজ করেছেন গিজ়েল বলিউডে 

ক্যা কুল হ্যায় হম থেকে শুরু করে মস্তিজ়াদে, দ্য গ্রেট ইন্ডিয়ান ক্যাসিনোর মত বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন গিজ়েল ঠাকরাল। ২০১৫ সালে বিগ বস ৯-এও গিজ়েল ঠাকরালকে দেখা যায়। তবে বিজয়ীর মুকুট তাঁর মাথায় ওটেনি সলমন খানের (Salman Khan) শো থেকে। এবার বিগ নস ৭ মালায়লমে হাজির হচ্ছেন গিজ়েল আবার। প্রসঙ্গত বিগ বস মালায়লম সঞ্চালনার দায়িত্বে রয়েছেন মহোনলাল।

১০ বছর পর গিজ়েল ঠাকরালকে আবার নতুন করে বিগ বসের ঘরে দেখা যাবে। ভাষা পালটে গেলেও বিগ বসের জন্য দর্শকরা যে উন্মুখ হয়ে থাকেন, তা প্রায় সব ভাষাতেই। আর এবার দর্শক সেই উৎসুক নজরে দেখবেন গিজ়েল ঠাকরালকে।