মুম্বই, ৩০ অক্টোবর: বিগ বস (Bigg Boss 19) সঞ্চালনার জন্য সলমন খান (Salman Khan) কত টাকা চার্জ করেন? এমন প্রশ্ন ১২ মাসের মধ্যে ৬,৭ মাস উঠতেই শুরু করে মানুষের মনে। বিগ বস শুরুর আগে থেকে রিয়্যালিটি শোয়ের শেষ পর্যন্ত, সলমন খানের বেতন নিয়ে মানুষের মাথা ব্যাথার অন্ত নেই। এবারও তার অন্যথা হয়নি।
বিগ বস ১৯-এর জন্য সলমন খান ১৫০ কোটি টাকা নিচ্ছেন? এমন প্রশ্ন নতুন করে উঠতে শুরু করলে, তার জবাব দেন সংশ্লিষ্ট শোয়ের প্রয়োজক ঋষি নেগি।
একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে সম্প্রতি হাজির হন ঋষি নেগি। তিনি জানান, সপ্তাহের শেষে যে উইকেন্ডা কা ওয়ার হাজির হওয়ার আগে, পুরো এপিসোড দেখার চেষ্টা করেন সলমন খান। তবে সময়ের অভাব হলে, শোয়ে হাজির হওয়ার আগে সলমন ২ ঘণ্টা ধরে গোটা সপ্তাহের এপিসোড দেখে ফেলেন। এরপরই তিনি এপিসোডে হাজির হন সলমন। এমন জানান ঋষি নেগি।
পাশাপাশি তিনি আরও বলেন, সলমন খানের পারিশ্রমিক নিয়ে যে জল্পনা, গুঞ্জন রয়েছে, তা থাক। তাতে কিছু যায় আসে না। তবে যে অর্থ সলমন নেন, তা তিনি পূরণ করেন। প্রত্যেক পয়সার হিসে র সলমন করে নেন নিজের সঞ্চালনার মাধ্যমে। এমনও মন্তব্য করেন বিগ বসের প্রযোজক ঋষি নেগি।