Diljit Dosanjh (Photo Credit: Instagram)

মুম্বই, ১১ জুন: এবার বিপাকে দিলজিৎ দোসাঞ্জ (Diljit Dosanjh)। রিপোর্টে প্রকাশ, দিলজিতের সর্দার জি থ্রি (Sardaar Ji 3) ছবিতে পাকিস্তানের (Pakistani Actor) ৪ অভিনেতা রয়েছেন। হানিয়া আমির, নাসির চিনয়তি, ড্যানিয়েল কাহার এবং সালিম আলবেলা নামের পাক অভিনেতারা দিলজিতের সর্দারজি থ্রিতে রয়েছেন। ফলে এবার সিবিএফসির তরফে দিলজিতের ছবি মুক্তির বিষয়টি নাকচ করে দিল। সেই সঙ্গে দিলজিতের সর্দার জি থ্রি ছবি যাতে কোনওএভাবে সিনেমা  হলে মুক্তি না পায়, সে বিষয়েও পদক্ষেপ করা হচ্ছে বলে খবর।

পহেলগাম হামলার পর অপরারেশন সিঁদূরের (Operation Sindoor) জেরে ভারত (India), পাকিস্তানের (Pakistan) মাঝে সম্পর্ক খারাপ হতে শুরু করে। পাকিস্তানের কোনও সিনেমা, গান, কিছু ভারতে চলবে না বলে দিল্লি স্পষ্ট জানিয়ে দেয়। ফলে বাণী  কাপুর এবং ফাওয়াদ খানের সিনেমা আবীর গুলাল-ও মুক্তি পায়নি। আবীর গুলাল বয়কটের ডাক দেওয়া হয় দেশ জুড়ে। সেই সঙ্গে কোনও সিনেমা হলে এই ছিব চলবে না বলে হল মালিকরা জানিয়ে দেন স্পষ্ট।

আরও পড়ুন: Pakistan On Fawad Khan: ভারতীয় নায়িকার সঙ্গে অভিনয়, ফাওয়াদ খানের অভিনয় জীবন 'শেষ করল' পাকিস্তান

আবীর গুলালের মুক্তি বনধের পর এবার দিলজিৎ সিং দোসাঞ্জের সর্দার জি থ্রি নিয়েও জোর কদমে চর্চা শুরু হয়েছে। পাক অভিনেতারা ওই ছবিতে রয়েছেন। ফলে দিলজিতের সিনেমার মুক্তি বন্ধ হচ্ছে বলে জানা যাচ্ছে। জিলজিতের সিনেমাকে সিবিএফসি কোনওভাবেই সার্টিফিকেট দেবে না বলেও জানা যাচ্ছে।