কলকাতা, ১৬ ফেব্রুয়ারি: 'আমরা আরও এক নক্ষত্রকে হারিয়ে ফেললাম। ' বাপ্পি লাহিড়ির (Bappi Lahiri) মৃত্যুতে যেন হঠাৎ করেই বাকরুদ্ধ হয়ে পড়েন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বাপ্পি লাহিড়ির মৃত্যুর পর নিজের সোশ্যাল হ্যান্ডেলে ট্যুইট করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বাপ্পি দা-র পরিবার এবং তাঁর অসংখ্য গুনমুগ্ধ যাতে এই কঠিন সময়ে মনের শক্তি সঞ্চয় করতে পারেন, সেই প্রার্থনা করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee )।
We've lost another gem... Shocked beyond words!
Heartfelt condolences to Bappi da's family, friends and well-wishers.
— Prosenjit Chatterjee (@prosenjitbumba) February 16, 2022
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবি 'অমর সঙ্গীর' জন্য বাপ্পি লাহিড়ি গেয়েছিলেন 'চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই।' যা এখনও বাঙালিকে আবেগতাড়িত করে। দেশের 'ডিস্কো কিং' বলে যেমন সম্মোধন করা হয় বাপ্পি লাহিড়িকে, তেমনি 'অমর সঙ্গীর' এই গান যেন চিরকাল বাঙালির মনের মণি কোঠায় যত্নে গচ্ছিত থাকবে বাপ্পি লাহিড়ির সৌজন্যে।
আরও পড়ুন: Bappi Lahiri: 'দিল মে হো তুম', বাপ্পি লাহিড়িকে গানে গানে শেষ শ্রদ্ধা আইটিবিপি জওয়ানের
তাইতো বাপ্পি লাহিড়ির মৃত্যুতে শোক বিহ্বল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নিজের ফেসবুক হ্যান্ডেলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, বাপ্পি দা কতটা স্পেশাল তাঁর কাছে, তা বলার ভাষা নেই।