চলে গেলেন অমিত মিস্ত্রি

মুম্বই, ২৩ এপ্রিল : ফের মৃত্যু অভিনেতার। হৃদযন্ত্র বিকল হয়ে এবার মত্যু হল অমিত মিস্ত্রি (Amit Mistry) নামে জনপ্রিয় অভিনেতার। অমিত মিস্ত্রির মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সিনেমা মহলে।

বন্দিশ ব্যান্ডিটস (Bandish Bandits) খ্যাত অভিনেতা (Actor) অমিত মিস্ত্রি কীভাবে এত কম বয়সে চলে গেলেন, তা নিয়ে শোকের ছায়া নেমে এসেছে। বন্দিশ ব্যান্ডিটসের পাশাপাশি ক্যা কহেনা, এক চালিশ কি লাস্ট লোকাল, সোর ইন দ্য সিটি, ইয়ামলা পাগলা দিওয়ানা, জেন্টলম্যান-সহ আরও বেশ কিছু ছবিতে অভিনয় করেন অমিত মিস্ত্রি।

 

বৃহস্পতিবার মৃত্যু হয় শ্রবণ রাঠোরের। কোভিড আক্রান্ত হয়েই মৃত্যু হয় জনপ্রিয় সুরকারের (নাদিম-শ্রবণ)। শ্রবণের মৃত্যুতে শোক প্রকাশ করেন অক্ষয় কুমার (Akshay Kumar) সহ একাধিক বলিউড (Bollywood) তারকা। ধড়কন, দিওয়ানা-সহ একাধিক সোানলি দিনের গান রয়েছে শ্রবণের কেরিয়ার জুড়ে।