Ashneer Grover, Salman Khan (Photo Credit: Instagram)

মুম্বই, ১২ সেপ্টেম্বর: নাম না করে সলমন খানকে বিঁধলেন অশনীল গ্রোভার (Ashneer Grover)। একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে সম্প্রতি হাজির হন ভার পে-র প্রাক্তন ডিরেক্টর। অশনীর ওই অনুষ্ঠানে হাজির হয়ে সলমন খনাের নাম নেননি। কিন্তু বিগ বসের নামও না করে সলমনকে (Salman Khan) প্রায় ব্যাঙ্গ করে অশনীর।

শিল্পদ্যোগী অশনীল বলেন, রিয়্যালিটি শোগুলিতে প্রতিযোগীরাই সব। তবে আমাদের দেশের ছবিটা অন্যরকম। এখানে একটি বিশাল রিয়্যালিটি শোয়ের সঞ্চালকই সব। সপ্তাহে তিনি একবার আসেন আর সমস্ত ফুটেজ নিয়ে যান। অথচ প্রতিযোগীরা সারা সপ্তাহ ধরে ওই শোয়ের জন্য খেটে যাচ্ছেন বলে কটাক্ষ করেন অশনীর।

আরও পড়ুন: Neetu On Ranbir-Deepika's Relationship: দীপিকাকে নিয়ে বিস্ফোরক, হঠাৎ ছেলে রণবীরের 'প্রেম' নিয়ে কী বলে বসেন নীতু কাপুর, ভাইরাল ভিডিয়ো

প্রসঙ্গত এবারের বিগ বসে (Bigg Boss 19) অশনীর হাজির হয়েছেন কুনিকা সদানন্দ, জিশান কাদরি, আমল মালিক, তানিয়া মিত্তালদের মত নাম করা অভিনেতা এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা। রয়েছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা গৌরব খান্নাও।