Aryan Khan (Photo Credit: Aryan Khan/Instagram)

মুম্বই, ২৮ অক্টোবর: প্রমোদতরীতে মাদক মামলায় জামিন পেলেন আরিয়ান খান (Aryan Khan)। আজ তাঁকে জামিন দিয়েছে বম্বে হাইকোর্ট (Bombay High Court)। একই সঙ্গে জামিন পেয়েছেন আরবাজ মার্চান্ট ও মুনমুন ধামেচাও। আরিয়ান খানের আইনজীবী প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতাগী জানিয়েছেন, আগামীকাল আদালতের বিস্তারিত আদেশ দেওয়া হবে। আশা করি, তাঁরা সবাই আগামীকাল বা শনিবার জেল থেকে ছাড়া পাবেন।

বৃহস্পতিবার দুপুর থেকে ফের শুরু হয় আরিয়ান খানের (Aryan Khan) জামিনের আবেদন মামলার শুনানি। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে এএসজি অনিল সিং আজ শুনানির সময় হাজির হন। এনসিবি-র তরফে দাবি করা হয়, আরিয়ান খান যে এই প্রথম মাদক নিচ্ছেন, তা নয়। এর আগেও আরিয়ান বহুবার মাদকের নেশা করেছেন।

পাশাপাশি, আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে যে তথ্য উঠে আসছে, তা থেকে স্পষ্ট যে চরসের মাধ্যমে সেদিন নেশা করছিলেন তাঁরা। যে পরিমাণ মাদক আরিয়ানদের কাছে ছিল, তা থেকে সামনে আসছে, শুধু ব্য়ক্তিগত ব্যবহারের জন্য আরিয়ান মাদক রাখতেন তা নয়। ব্যবসার জন্যও তিনি মাদক সংগ্রহে রাখতেন।