Shahrukh-Aryan-Shashi Tharoor (Photo Credit: File Photo/Twitter)

দিল্লি, ৫ অক্টোবর:  প্রমোদতরীর রেভ পার্টি থেকে শাহরুখ পুত্র আরিয়ানের (Aryan Khan) গ্রেফতারির পর থেকে গোটা দেশ জুড়ে জোর সমালোচনা শুরু হয়েছে৷ বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুর ( Shashi Tharoor)৷

নিজের সোশ্যাল হ্যান্ডেলে ৩ অক্টোবরের ঘটনা নিয়ে মুখ খোলেন কংগ্রেস নেতা৷ শশী বলেন, তিনি মাদকের ভক্ত নন৷ বা কোনওদিন এসব নেওয়ারও চেষ্টা করেননি৷ তবে শাহরুখ পুত্রকে গ্রেফতারির অর্থ 'হুইচ হান্টিং'৷ মাত্র ২৩ বছরের একটি ছেলেকে গ্রেফতার করে কী প্রমাণ করতে চাওয়া হচ্ছে বলেও প্রশ্ন তোলেন থারুর৷

আরিয়ান খানের গ্রেফতারির পর থেকে নেটিজেনরাও কার্যত দু ভাগ হয়ে গিয়েছেন৷ কেউ বলতে শুরু করেন, বলিউডকে খারাপ প্রমাণ করতে এসব করা হচ্ছে৷ বলিউড তারকারাও শাহরুখ, গৌরীকে সমর্থন করে তাঁদের পাশে দাঁড়ান৷ কঠিন সময়ে সলমন যেমন মন্নতে গিয়ে বন্ধুর পাশে দাঁড়ান, তেমনি সুজান খানও সমর্থন করেন বলিউডের 'পাওয়ার কাপলকে'৷

আরও পড়ুন: Lakhimpur Kheri Violence: লাখিমপুরের ঘটনায় 'অভিযুক্ত' কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে গ্রেফতার হল না কেন? মোদীকে প্রশ্ন প্রিয়াঙ্কার

সুজান বলেন, আরিয়ান অত্যন্ত ভাল ছেলে৷ ভুল জায়গায় ভুলভাবে ওঁকে গ্রেফতার করা হয়েছে৷ বলিউডকে (Bollywood) খারাপ প্রতিপন্ন করতে কেউ বা কারা ইচ্ছে করে এসব করছে বলেও মন্তব্য করেন হৃত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী৷ এই কঠিন সময়ে তিনি গৌরী (Gauri Khan), শাহরুখের (Shah Rukh Khan) পাশে রয়েছেন বলেও জানান সুজান খান৷