Samantha Holiday with Raj Nidimoru in Abu Dhabi (Photo Credits: Instagram)

দক্ষিণী সুন্দরী সামান্থা প্রভুর (Samantha Prabhu) জীবনে লেগেছে নতুন প্রেমের রঙ। বিবাহবিচ্ছেদের মানসিক যন্ত্রণা কাটিয়ে নতুন করে জীবনকে সাজিয়েছেন নায়িকা। আর নায়িকার এই নতুন জীবনে ধরা দিয়েছে নতুন মানুষ। 'ফ্যামিলি ম্যান' খ্যাত পরিচালক রাজ নিদিমোরুর (Raj Nidimoru) সঙ্গে সামান্থার প্রেমের গুঞ্জন তুঙ্গে। এবার দুটিতে মিলে ছুটি কাটাতে গিয়েছেন আবুধাবিতে (Abu Dhabi)। বেড়ানোর ভুরিভুরি ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন নায়িকা। সামান্থার আবুধাবি ভ্রমণের ছবিতেই দেখা মিলল রাজের। তবে সরাসরি নয়। অভিনেত্রীর একটি ছবিতে তাঁর সানগ্লাসের মধ্যে একজনের প্রতিচ্ছবি দেখা গিয়েছে। আর তা দেখেও নেটবাসীর ধারণা, ওটি রাজ। প্রেমিকার সঙ্গেই আবুধাবি বেড়াতে গিয়েছেন নায়িকা।

নির্জন নিরিবিলিতে কাছের মানুষের সঙ্গে আবুধাবিতে ছুটি কাটাচ্ছেন সামান্থা। তাঁর ভ্রমণের ছবি ভালোবাসায় ভরিয়েছেন নেটবাসী। মরুভূমির প্রান্তরে বিলাসবহুল রিসোর্টে সুইমিং পুলে শরীর ডুবিয়েছেন দক্ষিণী সুন্দরী। পরনে কালো রঙের বিকিনি।

রাজের সঙ্গে আবুধাবিতে সামান্থা!

 

View this post on Instagram

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

২০২১ সালে নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় সামান্থার। সংসার ভাঙার পর মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। ধীরে ধীরে নিজেকে সামলে আবার উঠে দাঁড়িয়েছেন তিনি। মাস দুই আগে রাজের কাঁধে মাথা রেখে সামান্থার একটি ছবি ভাইরাল হয়েছিল নেটপাড়ায়। সেই থেকেই দুজনের প্রেমের গুঞ্জন শুরু। জানা যায়, 'সিটাডেল হানি বানি'তে (Citadel: Honey Bunny) রাজের পরিচালনায় কাজ করার সময়ে কাছকাছি আসেন তাঁরা দুজন। যদিও এর আগে 'ফ্যামিলি ম্যান সিজিন ২'তে রাজের পরিচালনায় কাজ করেছেন সামান্থা। অভিনেত্রীর মতই রাজেরাও আগে বিবাহ হয়েছিল। বাঙালি কন্যা শ্যামলী দে নামে এক সহ-পরিচালকের সঙ্গে বিয়ে হয় রাজের। ২০২২ সালে রাজ ও শ্যামলীর সংসার ভাঙে।