কফি উইথ করন সিজন ৭ শুরু হচ্ছে , আর সেই শোতে হাজির অভিনেতা অভিনেত্রীরা ধরা দিচ্ছেন তাদের নিজস্ব লুকে। অনন্যার ফ্যাশন স্টাইলিস্ট লক্ষ্মী লে (Lakshmi Lehr)-র করা ইনস্টাগ্রাম পোস্ট থেকে দেখা যাচ্ছে এলেক্স পেরির (Alex Perry) তৈরি নিওন কালারের পোশাকে এই গরমে ফ্যানদের মধ্যে উষ্ণতা ছড়িয়ে দিয়েছেন অনন্যা পাণ্ডে। নিওন পোশাক প্রেমীদের কাছে এই রঙ এবং এই পোশাক সত্যি মোহময়। তার সাথে ক্রিশ্চিয়ান লবোটিন (Christian Louboutin) এর কালো জুতো অনন্যার ফ্যাশনে আলাদা মাত্রা এনেছে।
View this post on Instagram
সেট থেকে অনন্যা তাঁর আগত ছবি লিগারের অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সাথে নাচের একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে যুগ যুগ জিও ছবির গানে নেচে সেই ছবির সকল কলাকুশলীকে শুভেচ্ছাও জানিয়েছেন তাদের টিম লিগারের তরফ থেকে।
View this post on Instagram