কলকাতা, ২৫ জানুয়ারি: বাঙলার পাশাপাশি একই দিনে হিন্দিতেও রিলিজ করতে চলেছে 'কাকাবাবুর প্রত্যাবর্তন'। সৃজিত মুখার্জি পরিচালিত সুনীল গাঙ্গুলির লেখা কাকাবাবু সিরিজের এই সিনেমাটি রিলিজ করতে চলেছে । ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে সরস্বতী পুজোর আগের দিন, ৪ ফেব্রুয়ারি দেশজুড়ে রিলিজ করবে এই সিনেমায়।
কাকাবাবুর ভূমিকায় অভিনয় করছেন প্রসেনজিত চ্যাটার্জি (Prosenjit Chatterjee)। প্রসেনজিতকে তাঁর নতুন সিনেমা নিয়ে অভিনন্দন জানালেন বিগ বি। প্রসেনজিতকে বুম্বা-কে নামে ডেকে তাঁকে বাংলায় লিখে শুভ কামনা জানালেন অমিতাভ।
দেখুন সিনেমার ট্রেলার
পরিচালক সৃজিত মুখার্জি কে জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার জয়ী বলে অমিতাভ জানালেন, 'কাকাবাবু প্রত্যাবর্তন'মুক্তি পাচ্ছে ৪ ফেব্রুয়ারি।
দেখুন টুইট
T 4171 -
Prosenjit Chatterjee, 'BUMBA' ... সকল শুভ কামনা !!
His new movie 'KakaBabur Pratyaborton' directed by National/ International Award winning Director Srijit Mukherjee releasing Saraswati Puja on 4th Feb '22. https://t.co/RmcTS2MBeF
— Amitabh Bachchan (@SrBachchan) January 25, 2022
অমিতাভের শুভ কামনা জানানো টুইটের পর প্রসেনজিত তাঁকে ধন্যবাদ জানান।
Thank you so much Sir @SrBachchan. Your blessings mean a lot! https://t.co/Es5lNGlA64
— Prosenjit Chatterjee (@prosenjitbumba) January 25, 2022
এই প্রথম সৃজিতের পরিচালনায় একই দিনে বাংলা ছবির পাশাপাশি মুক্তি পাচ্ছে হিন্দি ছবি। সুনীল গাঙ্গুলির লেখা 'কাকাবাবু' সিরিজের এই তিন নম্বর অ্যাডভেঞ্চারেও প্রধানভূমিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং আরিয়ান ভৌমিক।