মুম্বই, ২৫ জুন: সলমন খানের (Salman Khan) সম্পত্তির তালিকায় নয়া সংযোজন। এবার বুলেটপ্রুফ মার্সিডিজ় কিনলেন সলমন খান। বলিউড অভিনেতাকে যখন পরপর খুনের হুমকি দেওয়া হচ্ছে, সেই সময় নিজের সুরক্ষার খাতিরে এবার বুলেটপ্রুফ মার্সিডিজ় কিনলেন অভিনেতা। মার্সিডিজ়ের (Bulletproof Mercedes) মেব্যাক জিএলএস ৬০০ কিনলেন সলমন খান। যার দাম ৩থেকে ৪ কোটি বলে জানা যাচ্ছে। সলমন খানের বিলাসবহুল গাড়িঘোড়ার তালিকায় মেব্যাকের বুলেটপ্রুফ সংযোজন করে বলিউড ভাইজান ফের একবার পেজ থ্রির খবরের শিরোনামে উঠে এলেন।
এবার বুলেটপ্রুফ গাড়ি কিনলেন সলমন খান...
View this post on Instagram
কৃষ্ণসার হরিণ শিকার মামলা থেকে নিস্তার পেলেও, সলমনের পিছু ছাড়ছে না গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। একের পর এক হুমকি যেমন বিষ্ণোই গ্যাংয়ের (Lawrence Bishnoi) তরফে অভিনেতাকে (Bollywood Actor) বিভিন্ন সময়ে দেওয়া হয়, তেমনি তাঁর বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর (Death Threat) ঘটনায় তোলপাড় শুরু হয়ে যায় দেশ জুড়ে। সলমন খানের ব্যালকনি লক্ষ্য করে গুলি চালানোর পর তাঁর বাড়ির চারপাশে কড়া নিরাপত্তার ঘেরাটোপ তৈরি করে মুম্বই পুলিশ। সেই সঙ্গে সলমনের ব্যালকনিও মুড়ে দেওয়া হয় বুলেটপ্রুফ কাঁচে। ওই বুলেটপ্রুফ কাঁচের ভিতর থেকেই সলমন খানকে দেখা যায় ঈদ বা অন্য অনুষ্ঠানে অনুরাগীদের সামনে আসতে।
বাড়ির পর এবার বুলেটপ্রুফ গাড়িও কিনে ফেললেন সলমন খান। বিলউড ভাইজানের নিরাপত্তার অভাব যাতে কোনওভাবে না হয়, তার জন্যই সলমন খানের গ্যারাজে এবার হাজির হল বুলেটপ্রুফ মার্সিডিজ়।