Salman Khan (Photo Credits: X)

মুম্বই, ২২ জুনঃ বলিউডের এভারগ্রিন ব্যাচেলর হলেন সলমন খান (Salman Khan)। তিনি কেন বিয়ে করছেন না সেই নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হয় ভাইজানকে। তবে অবশেষ সেই কারণ সামনে এল। ৫৯ বছরের অভিনেতা নিজের মুখেই জানালেন, কেন তিনি বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছেন।

দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোয়ের সিজন ৩-এর প্রথম পর্বে অতিথি হিসাবে হাজির হন সকলের প্রিয় ভাইজান। কৌতুক, হাসি, ঠাট্টার মাঝেই সলমন তাঁর স্বাস্থ্য সম্পর্কে খোলামেলা আলোচনা করেন। তাঁর অবিবাহিত থাকার সিদ্ধান্ত নেওয়ার কারণগুলো প্রকাশ করেন।

মস্তিষ্কের জটিল রোগে ভুগছেন সলমন

অর্চনা পূরণ সিং অভিনেতার বিয়ের প্রসঙ্গ তুলতেই জবাবে জানান, মস্তিষ্কের জটিল রোগে ভুগছেন তিনি। ট্রাইজেমিনাল নিউরালজিয়ায় (Trigeminal Neuralgia) আক্রান্ত অভিনেতা। দীর্ঘস্থায়ী এই স্নায়ু রোগের জেরে শিরায় জ্বালাভাব, মুখে তীব্র ব্যথায় ভুগতে হয় তাঁকে। এর পাশাপাশি আর্টেরিওভেনাস ম্যালফর্মেশন (Arteriovenous Malformation) রয়েছে সলমনের। AV ম্যালফর্মেশন হল মস্তিষ্কের রক্তনালীগুলির একটি অস্বাভাবিক জট যা ধমনী এবং শিরাগুলির মধ্যে স্বাভাবিক রক্ত ​​প্রবাহকে ব্যাহত করে। এছাড়াও মস্তিষ্কের অ্যানিউরিজম (Brain Aneurysm) রয়েছে তাঁর। এর ফলে মস্তিষ্কের রক্তনালীতে একটি দুর্বল বা ফোলাভাব তৈরি হয়। যা প্রাণঘাতী রক্তপাতের কারণ হতে পারে।

এই সমস্ত রোগ নিয়েই কাজ চালিয়ে যাচ্ছেন অভিনেতা। সলমন বলেন, 'হাঁটতে পারি না, তবুও নাচছি। অ্যাকশন করছি। এই সব নিয়েই আমার জীবনে চলছে।'

মস্তিষ্কের অসুস্থতার সঙ্গে নতুন করে বৈবাহিক অশান্তি সহ্য করতে পারবেন না তিনি। এসবের পাশাপাশি মেয়েদের কর্মকাণ্ড নিয়েও তিনি যথেষ্ট উদ্বিগ্ন! ডিভোর্সের নামে স্বামীর সম্পত্তির অর্ধেক নিয়ে চলে যাচ্ছেন মহিলারা। আর এই বিষয়টা ক্রমাগত ভাবায় তাঁকে।