মুম্বই, ১৮ অগাস্ট: গদর টু মুক্তি পাওয়ার পর আমিশা প্যাটেল (Ameesha Patel) এবং পরিচালক অনিল শর্মার মাঝে ঝামেলার খবর পেজ থ্রি-তে জায়গা করে নেয়। যা নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায়। তবে আমিশা প্যাটেলের সঙ্গে বর্তমানে আর কোনও সমস্যা নেই। সবকিছু ঠিক আছে। ফলে গদর থ্রি-এর (Gadar 3 ) শ্য়ুটিং শুরু হবে খুব শিগগিরই। এমনই জানালেন গদর থ্রি-র পরিচালক অনিল শর্মা।
অন্যদিকে আমিশাও জানান, গদর থ্রি নিয়ে তিনি উত্তেজিত। গল্প তৈরি এবং শ্যুটিং শুরু হওয়ার অপেক্ষা। খুব শিগগিরই যাতে গদর থ্রি-এর শ্যুটিং শুরু হয়, সে বিষয়ে আশা প্রকাশ করেন আমিশা প্যাটেল।
প্রসঙ্গত গদর টু-এর মুক্তির পর হঠাৎ করে মুখ খোলেন আমিশা প্যাটেল। তিনি দবি করেন, ছবির ক্লাইম্যাক্স নিয়ে তাঁর কোনও ধারনা ছিল না। ফলে গদর টু-এর ক্লাইম্যাক্সের প্রসঙ্গ তুলে, তাঁকে ঠকানো হয়েছে বলে অভিযোগ করেন আমিশা প্যাটেল। যা নিয়ে পরিচালক অনিল শর্মার সঙ্গে নায়িকার বাকবিতণ্ডা শুরু হয়।
তবে এবার আমিশা প্যাটেলের সঙ্গে আর কোনও সমস্যা নেই। সবকিছু ঠিক আছে বলে দাবি করেন পরিচালক অনিল শর্মা।