Allu Arjun Released: তেলেঙ্গানা হাইকোর্টের জামিনের আদেশ সময়মতো জেল কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে না পারায় তেলুগু অভিনেতা অল্লু অর্জুনের মুক্তিতে দেরী হয়। ফলে শুক্রবার রাত চঞ্চলগুড়া জেলে কাটিয়ে আজ সকালে ছাড়া পেয়েছেন তিনি। তাঁর ছবি '' (Pushpa 2: The Rule)-এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। সেই মামলায় অভিনেতা হেফাজতে যান। তবে সেখানে থাকাকালীন তাঁর কয়েকশো সমর্থক জেলের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। তখনই অল্লু অর্জুনের আইনজীবী জানান যে জামিনের আদেশের একটি কপি ইতিমধ্যে জেল অফিসিয়ালদের দেওয়া হয়েছে। সেখানে নিশ্চিত করা হয় যে শনিবার সকাল ৭টা থেকে ৮টার মধ্যে অভিনেতার মুক্তি পাবেন। এখন সকাল ৭টার আগেই মুক্তি দিয়ে পুষ্পার নাটকীয় দিনের ইতি ঘটল। শুক্রবার সকালে অল্লু অর্জুনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় এবং তাকে ১৪ দিনের হেফাজতে পাঠানো হয়। এর কিছুক্ষণ পরই অন্তর্বর্তীকালীন জামিন পান তিনি। Allu Arjun Arrested: আপাতত স্বস্তি, জেলের দরজায় যেতেই অল্লু অর্জুনের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করল আদালত
#TFNReels: Icon Star @alluarjun is released from Jail.#AlluArjun #AlluArjunArrest #TeluguFilmNagar pic.twitter.com/3lf25jQBnX
— Telugu FilmNagar (@telugufilmnagar) December 14, 2024
তবে জামিন আদেশের কপি অনলাইনে আপলোড হয়নি বলে এক রাতের জন্য আটকা পড়েন তিনি। বিভিন্ন রিপোর্ট বলছে, অল্লু অর্জুনকে এরপর চঞ্চলগুড়া জেলের প্রথম শ্রেণির ব্যারাকে রাখে জেল কর্তৃপক্ষ। গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে ৩৫ বছর বয়সী এক মহিলা মারা যান এবং তার আট বছর বয়সী ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়। মহিলার পরিবারের অভিযোগের ভিত্তিতে অল্লু অর্জুন, তাঁর নিরাপত্তা দলের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) বিভিন্ন ধারায় মামলা দায়ের করে পুলিশ। এরপর জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতাকে পুলিশের গাড়িতে করে চিক্কাদপল্লি থানায় নিয়ে যাওয়া হয়, যা তার ভক্তদের হতবাক করে দেয়। এরপর তাঁকে নামপল্লি আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন। পরে কড়া নিরাপত্তার মধ্যে তাকে কারাগারে পাঠানো হয়।