Alia Bhat and Ranbir Kapoor Celebrates Christmas 2022: পরিবারের সঙ্গে খ্রিস্টমাস উৎসব পালন করলেন আলিয়া ভাট এবং রণবীর কাপুর, শেয়ার করলেন সেই মুহূর্তের কিছু ছবি(দেখুন ছবি)
Alia Bhat and Ranbir Kapoor Celebrates Christmas 2022, Photo Credit: Instagram@Alia Bhatt ?

খ্রিস্টমাসের উৎসব আনন্দে মত্ত সারা বিশ্ব। নিজেদের মতো করে উৎসব পালন করছে  সাধারণ মানুষ থেকে শুরু করে সকল অভিনেতা অভিনেত্রীরা। সেরকমই পরিবারের সঙ্গে খ্রিস্টমাসের উৎসব পালন করতে দেখা গেল অভিনেত্রী আলিয়া ভাট(Alia Bhatt) এবং অভিনেতা রণবীর কাপুরকে(Ranbir Kapoor)। কন্যা সন্তান জন্মের পর স্বামী-স্ত্রী এই প্রথম খ্রিস্টমাস যা খুবই গুরুত্বপূর্ণ তাদের কাছে। পরিবারের সকল সদ্যসের সঙ্গে কাটানো উৎসবের কিছু মুহূর্তের ছবি ইনস্টাগ্রাম পেজে শেয়ার করলেন অভিনেত্রী। সেই ছবিগুলির মধ্যে একটি ছবিতে দেখা যায় অভিনেতা রণবীর চুম্বন করছেন স্ত্রী আলিয়া ভাটকে। শেয়ার করা ছবির ক্যাপশানে অভিনেত্রী আলিয়া ভাট লেখেন "এটি বছরের সেরা সময়, সেরা মানুষের সঙ্গে"।

দেখুন আলিয়া ভাট ও রণবীর কাপুরের ছবিঃ

 

View this post on Instagram

 

A post shared by Alia Bhatt ? (@aliaabhatt)