
মুম্বই, ২৮ মে: কান (Cannes 2025) চলচ্চিত্র উৎসবে এবার প্রথমবার দেখা গিয়েছে আলিয়া ভাটকে (Alia Bhatt)। যেখানে আলিয়া নিজের প্রথম লুক দিয়ে দর্শকের মন জয় করতে তেমনভাবে না পারলেও, শেষের লুক ছিল জবরদস্ত। যেখানে আলিয়া ভাটকে একটি নামি ফ্যাশন ব্র্যান্ডের লেহেঙ্গা পরে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে হাঁটতে দেখা যায়। কান চলচ্চিত্র উৎসবে আলিয়া ভাটের ওই লেহেঙ্গার সঙ্গে গলায় ছিল হিরের হার। যা দেখে আলিয়ার অনুরাগীদের মনে ঝড় ওঠে।
কান চলচ্চিত্র উৎসব শেষ করে আলিয়া ভাটকে দেখা যায় স্পেনে উড়ে যেতে। বন্ধু তানিয়া সাহা গুপ্তার বিয়ে উপলক্ষ্যে আলিয়া যান স্পেনে (Spain)। বন্ধু আকাঙ্খা রঞ্জন কাপুরের হাত ধরে স্পেনে বন্ধুর বিয়েতে হাজির হন আলিয়া ভাট। যেখানে আলিয়া কনের সঙ্গী হিসেবে ক্রিম রঙের ব্রালেট এবং ব্লেজ়ার পরে হাজির হন। আলিয়ার নয়া লুক দেখে তাঁর অনুরাগীরা কুপোরকাত।
দেখুন আলিয়া ভাটের লুক...
alia bhatt at her best friend’s wedding in spain… fashion game too strong but not the chipku bun again pic.twitter.com/ST1q9Bym7R
— (@softiealiaa) May 28, 2025
দেখুন আলিয়া ভাটের নাচের ভিডিয়ো...
— (@softiealiaa) May 28, 2025
আলিয়া ভাটের পরবর্তী ছবি
পরিচালক সঞ্জয় লীলা বনশালির সিনেমা লভ অ্যান্ড ওয়ার-এ রয়েছেন আলিয়া ভাট। যেখানে রণবীর কাপুর এবং ভিকি কৌশলের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে আলিয়াকে। বিয়ের পর এই প্রথম রণবীর কাপুরের সঙ্গে দেখা যাবে আলিয়াকে। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ছবি ব্রক্ষ্মাস্ত্রের শ্যুটিংয়ের সময় আলিয়া, রণবীর মন দেওয়া নেওয়া করেন। তারপর ভালবাসা গাঢ় হতেই বিয়ে করে নেন তাঁরা। বিয়ের পর এই প্রথম আলিয়া ভাট এবং রণবীর কাপুর একসঙ্গে স্ক্রিন শেয়ার করছেন লভ অ্যান্ড ওয়ার দিয়ে।
এর আগে গত ডিসেম্বরে মুক্তি পায় আলিয়া ভাটের জিগরা। যেখানে অভিনেতা ভেদাং রায়নার দিদি হিসেবে স্ক্রিনে হাজির হতে দেখা যায় নায়িকাকে।