
কান চলচ্চিত্র উৎসবের (Cannes Film Festival 2025) মঞ্চে জমকালো উপস্থিতির পর সোজা বন্ধুর বিয়েতে হাজির অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt)। ফ্রান্স থেকে উড়ে গেলেন স্পেনে (Spain)। কাছের বন্ধু তানিয়া সাহা গুপ্ত এবং ডেভিড অ্যাঞ্জেলভের বিয়ে উপলক্ষ্যে নায়িকা পৌঁছে গিয়েছেন সেখানে। গায়ে হলুদ অনুষ্ঠানের ছবি মঙ্গলবার সকালে ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়।
বন্ধুর বিয়েতে বাকি বন্ধুদের সঙ্গে চুটিয়ে মজা করতে দেখা গিয়েছে আলিয়াকে (Alia Bhatt)। নায়িকার পরনে ছিল রঙিন ল্যাহেঙ্গা। মাথায় বাঁধা ছিল ব্যান্ডানা। চোখে রোদচশমা। তবে বিয়ের অনুষ্ঠানে ছিলেন না নায়িকার স্বামী রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং মেয়ে রাহা (Raha)। স্বামী, সন্তানকে ছাড়া সুদূর স্পেনে একাই বন্ধুর বিয়ে উপভোগ করছেন কাপুর পরিবারের পুত্রবধূ। নায়িকাকে শুনতে হচ্ছে কটাক্ষ।
স্পেনে বন্ধুর বিয়েতে আলিয়াঃ
#AliaBhatt dazzled at her BFF #TanyaSahaGupta's wedding in #Spain post her #Cannes2025 debut! Rocking a vibrant lehenga with a bandanna & sunglasses, she stole the show. Videos of her showering petals & laughing with friends are viral!#WeddingVibes #OTTRelease pic.twitter.com/5qu5RTOGCQ
— OTTRelease (@ott_release) May 27, 2025
কাজের শত ব্যস্ততার মাঝেও নায়িকা তাঁর পরিবার এবং বন্ধুদের সময় দেওয়া থেকে কখনও পিছু হটেন না। তাই তো কান মিটতেই ফ্রান্স থেকে সোজা স্পেন উড়ে এসেছেন। কেবল কাছের বন্ধুর বিয়েতে উপস্থিত থাকবেন বলে। তবে বন্ধুর বিয়েতে আলিয়াকে আনন্দ করতে দেখা গেলেও অনুষ্ঠানে ছিলেন না স্বামী রণবীর কাপুর কিংবা একরত্তি মেয়ে রাহা। স্ত্রীয়ের অনুপস্থিতিতে রবিবারই মেয়ে রাহাকে নিয়ে মুম্বইয়ের এক চার্চে ঘুরতে গিয়েছিলেন অভিনেতা। তাই মেয়ে এবং স্বামীকে ছেড়ে একাই বিয়ে বাড়ি উপভোগ করার জন্যে কটাক্ষও ধেয়ে এসেছে আলিয়ার দিকে।