Akshay Kumar: জওয়ানদের সঙ্গে কাশ্মীরের সীমান্তবর্তী গ্রামে অক্ষয় কুমার
কাশ্মীরে অক্ষয় কুমার

মুম্বই, ১৭ জুন: কোভিড (COVID 19) থেকে সেরে উঠে এবার সোজা কাশ্মীরে (Kashmir) গেলেন অক্ষয় কুমার৷ জম্মু কাশ্মীরের সীমান্ত লাগোয়া বন্দিপোরার তুলাইল এলাকায় যান আক্কি৷ বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ তুলাইলে পৌঁছন অক্ষয় কুমার৷ হেলিকপ্টার থেকে গুরেজ সেক্টরের তুলাইলে পৌঁছলে জওয়ানরা তাঁকে স্বাগত জানান৷

 

তুলাইল থেকে স্থানীয় নীরু গ্রামে পৌঁছন অক্ষয় কুমার৷ সেখানে গিয়ে বিএসএফ জওয়ানদের সঙ্গে কথা বলেন বলিউড (Bollywood)অভিনেতা৷ কী কারণে অক্ষয় কুমার (Akshay Kumar) জম্মু কাশ্মীরের সীমান্তবর্তী গ্রামে যান, সে বিষয়ে কিছু জানা যায়নি৷ বিএসএফ (BSF) কাশ্মীরের তরফে একটি ট্যুইট করা হয় অক্ষয়ের ছবি প্রকাশ করে৷

আরও পড়ুন: COVID-19: 'ডেল্টা প্লাস' ডেকে আনতে পারে তৃতীয় ঢেউ, করোনার নয়া প্রজাতি নিয়ে বাড়ছে উদ্বেগ

জানা যায়, নীরু গ্রামে গিয়ে সেখানকার মানুষের সঙ্গে দেখা করে কথা বলেন অক্ষয় কুমার৷ তুষারপাত হোক কিংবা জঙ্গিদের আতঙ্ক,সীমান্তবর্তী এলাকার মানুষের জীবন কীভাবে কাটে, সে বিষয়ে স্থানীয়দের কাছ জানতে চান অক্ষয় কুমার৷