SRK Next Film: মার্চ থেকে নতুন সিনেমার কাজ শুরু শাহরুখের, জানুন সিনেমার নাম

২০২৩ সালে তিনটি মেগা হিট সিনেমা উপহার দেওয়ার পর হওয়ার পর ফের কাজ শুরু করছেন বলিউডের মেগাস্টার শাহরুখ খান। আগামী বছর মার্চ বা এপ্রিল থেকে শাহরুখ নেমে পড়ছেন শুটিংয়ে। এবার মেয়ে সুহানা কানের সঙ্গে কিং খান মাতাবেন বড় পর্দা। মধ্যপ্রাচীর এক সংবাদমাধ্যমে এমন কথায় জানালেন কিং খান।

শাহরুখের পরবর্তী সিনেমার নাম হতে চলেছে 'কিং'। এই সিনেমায় শাহরুখ প্রধান চরিত্রে অভিনয় করলেও তিনি ৫৭ বছরের এক ব্যক্তির ভূমিকায় থাকবেন বলে খবর।

২০২৩ সালটা শাহরুখ খানের ক্যারিয়ারে স্মরণীয় তম বছর হয়ে থাকলো। বছরে শুরুতে পাঠান মেগাহিট, তারপর পাঠানের সাফল্যকেও ছাপিয়ে জওয়ান বক্স অফিসে নতুন নজির গড়ে। আর বছরের একেবারে শেষে রাজকুমার হীরানীর ডাঙ্কিতে অভিনয় করে শাহরুখ সবার মন জিতলেন।