কলকাতা, ২৯ অগাস্ট: ধুমকেতু (Dhumketu) মুক্তিরপর ফের দেব (Dev) এবং শুভশ্রী জুটিকে নিয়ে তোলপাড় শুরু হয়েছে। দেব, শুভশ্রীর (Subhashree Ganguly) বিচ্ছেদের পর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। রুক্মিনীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন দেব, অন্যদিকে রাজ চক্রবর্তীকে বিয়ে করেছেন শুভশ্রী। বর্তমানে তিনি ২ সন্তানের মা। সবকিছু মিলিয়ে বিচ্ছেদের পর দেব, শুভশ্রীকে একসঙ্গে আর কোনও ছবিতে দেখা যায়নি। ফলে শ্যুট হওয়ার ১০ বছর পর যখন ধুমকেতু মুক্তি পায়, তা নিয়ে দর্শকের আগ্রহ ছিল চূড়ান্ত।
ধূমকেতুর মুক্তির ঘোষণার পর দেব, শুভশ্রীকে একসঙ্গে ছবির প্রমোশন করতেও দেখা যায়। ফলে দেব-শুভশ্রীকে ফের একসঙ্গে অন্য কোনও সিনেমায় দেখতে চান বলে তাঁদের বহু অনুরাগীকে মন্তব্য করতে শোনা যায়।
শুনুন দেবের সেই সাক্ষাৎকারের এক ঝলক...
View this post on Instagram
এসবের মাঝে এবার বাইরাল হল দেবের একটি সাক্ষাৎকার। যেখানে দেব যদি প্রযোজক হতেন, তাহলে এখন ধূমকেতু প্রযোজনা করতে হলে তিনি কি শুভশ্রীকে কাস্ট করতেন বলে প্রশ্ন করেন এক সঞ্চালক। যার উত্তরে দেব জানান, এটা পুরোপুরি সময়ের উপর নির্ভর করে।
দেবের কথায়, ধুমকেতু এখন হলে হয়ত যে অভিনেত্রীর মুখে সারল্য আছে, তাঁকেই তিনি নায়িকা হিসেবে কাস্ট করতেন। শুভশ্রীকে কাস্ট করতেন, তবে হয়ত নায়িকা হিসেবে নয়। এমন মন্তব্য করতে শোনা যায় অভিনেতা, প্রযোজককে।
শুভশ্রীকে নিয়ে দেবের এই মন্তব্যের প্রভাব সোশ্যাল মিডিয়ায় পড়তে শুরু করেছে। পাশাপাশি দেবের ওই সাক্ষাৎকারও ভাইরাল হতে শুরু করেছে এই মুহূর্তে।