Manoj Muntashir, Adipurush Poster (Photo Credits: Twitter)

 রামায়ণের কাহিনী অবলম্বনে নির্মিত ওম প্রকাশ পরিচালিত ছবি 'আদিপুরুষ' (Adipurush) নিয়ে তোলপাড় নেটপাড়া। ভারতীয় সংস্কৃতির কাণ্ডারী রামায়ণ-এর চরিত্রদের মুখে বাজারচলতি সংলাপ কিছুতেই মেনে নিতে পারছে না দর্শকমহল। ছবির সংলাপ লিখেছেন মনোজ  মুনতাশির শুক্লা (Manoj Muntashir)। একজন জাতীয় পুরষ্কারপ্রাপ্ত লেখকের কলমে এমনধারার সংলাপ একেবারেই বেমানান। নেটপাড়ায় লেখকের সমালোচনায় কটূক্তি এবং নিন্দার ঝড় উঠেছে। আদিপুরুষের বিতর্কিত সংলাপের জন্যে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে মনোজ  মুনতাশিরকে, এমন অভিযোগ তুলে মুম্বই পুলিশের (Mumbai Police) কাছে নিরাপত্তার আর্জি জানিয়েছিলেন লেখক। সেই মত মুম্বই পুলিশের তরফে আদিপুরুষের সংলাপ লেখক মনোজ মুনতাশিরকে পুলিশি নিরাপত্তা প্রদান করা হয়েছে।

ছবির সংলাপ নিয়ে নেটপাড়ায় চলছে বেজায় কাটাছেঁড়া। নির্মাতা থেকে শুরু করে সংলাপ লেখক মনোজ এবং অভিনেতা প্রত্যেককে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন দর্শক। ছবির বিতর্কিত সংলাপ প্রসঙ্গে তথ্য এবং সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, 'নির্মাতারা ইতিমধ্যেই ছবির সংলাপ পরিবর্তনের সিদ্ধান্ত জানিয়েছেন। তাছাড়া কারুর ভাবানাকে আঘাত  করার অধিকার কারুর নেই'।

আদিপুরুষ বিতর্কে অনুরাগ ঠাকুরের বক্তব্য... 

অন্যদিকে আদিপুরুষের সংলাপের বিষ যেভাবে ভারতীয় দর্শকের শিরায় শিরায় ছড়িয়েছে যার জেরে দমলেন নির্মাতারা। ছবির বিতর্কিত সমস্ত সংলাপ পরিবর্তনের করার কথা ঘোষণা করা হয়েছে টিম আদিপুরুষের তরফে।