Sreemoyee Chattoraj Mullick, Kanchan Mullick (Photo Credit: Facebook)

কলকাতা, ৫ এপ্রিল:  এবার নয়া ভিডিয়ো পোস্ট করলেন শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj Mullick)। যেখানে শ্রীময়ীকে দেখা যায় কোনও এক রেস্তোরাঁয় গিয়েছেন তিনি। কাঞ্চনের (Kanchan Mullick) সঙ্গে রেস্তোরাঁয় বসে মজা করে কিছু খেতে দেখা যায় অভিনেত্রীকে। একেবারে সাধারণ পোশাকে ছিমছামভাবেই রেস্তোরাঁয় যান শ্রীময়ী। যেখানে তাঁকে বাটি থেকে তুলে কিছু খেতে দেখা যায়। খেতে খেতেই কাঞ্চনের দিকে ক্যামেরা ঘোরান অভিনেত্রী। আর বলেন, রেস্তোরাঁয় গিয়ে বিল দিতে গেলে প্রত্যেকের যেমন অনুভূতি হয়, কাঞ্চনও ঠিক সেই পরিস্থিতিতে পড়েছেন। যা বলেই হেসে ফেলেন শ্রীময়ী। কাঞ্চনকে দেখা যায় মৃদু হাসতে।

তবে পুরো ভিডিয়োটাই শ্রীময়ী শ্যুট করেন  একেবারে মজার ছলে। স্বামী, স্ত্রীর মধ্যে হালকা খুনসুঁটির ছেলেই ভিডিয়ো পোস্ট করেন টলিউড অভিনেত্রী। যা শ্রীময়ী নিজের ফেসবুক হ্যান্ডেলে পোস্ট করতেই ভালবাসা জানান তাঁদের অনুরাগীরা।

আরও পড়ুন: Adrija Addy Roy Video: চোখ ভরা মায়া; মুম্বইতে অদ্রিজার চমক, হিন্দি মেগায় অভিনয় দিয়ে দর্শককে ভালবাসায় ডোবাচ্ছেন কলকাতার মেয়ে

সম্প্রতি মা হয়েছেন শ্রীময়ী। কাঞ্চনের সঙ্গে বিয়ের পর ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দেন অভিনেত্রী। যা নিয়ে কম সমালোচনা হয়নি। তবে কাঞ্চন, শ্রীময়ী কোনও কিছুকেই সেভাবে গায়ে মাখেননি। বিয়ের পর থেকেই সমালোচকদের যোগ্য জবাব দিতে দেখা গিয়েছে টলিউডের এই জনপ্রিয় জুটিকে।

দেখুন শ্রীময়ী চট্টরাজ মল্লিকের পোস্ট করা সেই ভিডিয়ো...

'ভুলভুলাইয়া' থেকে টলিউডের নিত্য নতুন প্রজেক্ট, কাঞ্চন মল্লিকের অভিনয়ের যে তুলনা হয় না, তা কার্যত স্পষ্ট। আর তাই তো ভুলভুলাইয়াতে মাধুরী দীক্ষিত, বিদ্যা বালানদের মত তুখোড় অভিনেত্রীদের সঙ্গে স্ক্রিন শেয়ার করে হাস্য কৌতুকের মাধ্যমে দর্শকের মন জয় করে নিয়েছেন তৃণমূল কংগ্রেসের এই বিধায়ক, অভিনেতা।