Gold Smuggling Case: কন্নড় সিনেমার তারকা অভিনেত্রী রানিয়া রাও (Ranya Rao) সোনা পাচার মামলায় বড় ধাক্কা খেলেন। জেলের পর এবার দক্ষিণের এই অভিনেত্রীকে তারকাকে ১০২.৫৫ কোটি টাকার জরিমানা দেওয়ার নোটিস দিল ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)। গতকাল, সোমবার আদালতের নির্দেশে সোনা পাচার সহ রানিয়া রাও (Actress Ranya Rao) সহ চারজনকে জেলে পাঠানো হয়েছে। এই জরিমানা না দিলে অভিনেত্রীর সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে নোটিশে জানানো হয়েছে। অভিনেত্রীর পাশাপাশি অভিযুক্ত রানিয়া রাও একজন সিনিয়র আইপিএস অফিসারের সৎকন্যা।
দুবাই থেকে বেঙ্গালুরু বিমানবন্দরে নামার পথে ১৫ কেজি সোনা সহ ধরা পড়েন অভিনেত্রী
৩৩ বছরের কন্নড় অভিনেত্রী রানিয়া রাওয়ের আসল নাম হল হর্ষবর্ধিনী রানিয়া। গত মার্চ মাসে দুবাই থেকে বেঙ্গালুরু কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরই ধরা পড়েন। ডিআরআই কর্মকর্তারা তারকা অভিনেত্রীর শরীরে ব্যান্ডেজ ও টেপে লুকিয়ে রাখা ১৪.৮ কেজি সোনা (মূল্য প্রায় ১২.৫৬ কোটি টাকা) উদ্ধার করেন। এরপর ইডি-র তল্লাশিতে অভিনেত্রীর বাড়ি থেকে মেলে আরও ২.০৬ কোটি টাকার সোনার গয়না এবং ২.৬৭ কোটি টাকা নগদ। সব মিলিয়ে ১৭.২৯ কোটি টাকা উদ্ধার হয়। মোট ২৭ বার তার দুবাই ভ্রমণের রেকর্ডও হাতে পায় ডিআরআই। অভিনেত্রীর কথিত 'রিয়েল এস্টেট ব্যবসা'-কে সন্দেহজনক বলেই মনে করে তদন্তকারী সংস্থা।
দেখুন খবরটি
DRI imposes Rs 102 crore penalty on Kannada actress Ranya Rao in gold smuggling case https://t.co/r3ELfyjATz
— The Tribune (@thetribunechd) September 2, 2025
তদন্তে আরও বিস্ফোরক তথ্য মেলে। গত জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে রানিয়া রাও ৪৯.৬ কেজি সোনা (মূল্য ৪০.১৪ কোটি টাকা) চোরাই করে বিক্রি করেন। এর বিনিময়ে হাওলা পথে ৩৮.৩৯ কোটি টাকা দুবাইয়ে পাঠানো হয়। এই কাজে তার অন্যতম সহযোগী ছিলেন জুয়েলার সাহিল সাকারিয়া জৈন। প্রতি ডিল থেকে তিনি ৫৫ হাজার টাকা কমিশন নিতেন। গত মার্চে গ্রেফতারির পর জৈনের ফোন ও ল্যাপটপ থেকে চোরাই লেনদেনের প্রমাণ উদ্ধার হয়।