Actor Vinayakan (Photo Credit: Instagram)

মদ্যপ অবস্থায় থানায় হাঙ্গামা করায় অভিনেতা বিনায়কনকে পুলিশ গেফতার করেছে। 'জেলর' ছবির অভিনেতা বিনয়কনের (Actor Vinayakan) বিরুদ্ধে অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় অভিনেতা এর্নাকুলাম টাউন নর্থ থানায় হট্টগোল করেন। তাঁর বিরুদ্ধে থানায় হট্টগোল সৃষ্টি ও পুলিশকে অশালীন মন্তব্য করার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, নিজের ফ্ল্যাটে ওই অভিনেতা খুব চিৎকার করছিলেন।তাঁর বিরুদ্ধে অভিযোগ এলে পুলিশ ওই অভিনেতাকে থানায় ডেকে পাঠায়। অভিনেতা নেশাগ্রস্ত অবস্থায় থানায় পৌঁছে পুলিশকর্মীদের সঙ্গে অভব্য আচরণ করেন। এর পরেই তাঁকে গ্রেফতার করা হয়। যদিও রাত ১০.৩০টা নাগাদ অভিনেতা বিনায়কন জামিনে মুক্তি পান।

দেখুন