আজ নতুনদিল্লিতে ৭০ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। চলচ্চিত্র নির্মাণ, গল্প বলা এবং অভিনয়ের শ্রেষ্ঠত্ব উদযাপনের জন্য ২০২২ সালের ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিভিন্ন বিভাগে প্রদান করা হবে। আজকের অনুষ্ঠানেই কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তীকে সিনেমার ক্ষেত্রে সর্বোচ্চ স্বীকৃতি দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করা হবে। কন্নড় ছবি কানতারা-তে দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পাবেন ঋষভ শেট্টি। তামিল ছবি ‘থিরুচিত্রাম্বলম’-এর নিত্যা মেনন এবং গুজরাটি ছবি কচ্ছ এক্সপ্রেসের জন্য মানসী পারেখ পাবেন সেরা অভিনেত্রীর পুরস্কার। একইসঙ্গে অনিরুদ্ধ ভট্টাচার্য এবং পার্থিব ধরের লেখা 'কিশোর কুমার: দ্য আল্টিমেট বায়োগ্রাফি' , সিনেমার ওপর লেখা শ্রেষ্ঠ বই হিসাবে নির্বাচিত হয়েছে।বাংলায় শ্রেষ্ঠ ছবি হিসাবে সম্মান পেতে চলেছে কৌশিক গাঙ্গুলী পরিচালিত ছবি কাবেরী অন্তর্ধান। এছাড়াও প্রোডাকশন ডিজাইনিং বিভাগে পুরস্কার পাবে অপরাজিত।বাংলা ছবির ক্ষেত্রে না হলেও দুই বাঙ্গালী পুরস্কার পাচ্ছেন। সঙ্গীত পরিচালক হিসাবে প্রীতম চক্রবর্তী এবং পুরুষ গায়ক হিসাবে অরিজিত্ সিং আজ জাতীয় পুরস্কার পাবেন ।
President #DroupadiMurmu to confer the 70th #NationalFilmAwards for the year 2022 in New Delhi today.#70thNationalFilmAwards @AshwiniVaishnaw @Murugan_MoS @MIB_India @PIB_India @nfdcindiapic.twitter.com/iGppMLXl4W
— All India Radio News (@airnewsalerts) October 8, 2024
মালয়ালম ছবি ‘আট্টম’ সেরা ফিচার ফিল্ম এবং সেরা নন-ফিচার ফিল্ম হিসেবে আয়না ছবিটি পুরস্কার পাচ্ছে। ফিচার ফিল্ম বিভাগে সেরা হিন্দি ছবির পুরস্কার পাচ্ছে গুলমোহর । এছাড়া কেজিএফ ২(KGF 2), ব্রহ্মাস্ত্র এবং অপরাজিত সহ বেশ কয়েকটি উল্লেখযোগ্য চলচ্চিত্রও তাদের অবদানের জন্য স্বীকৃত হবে।
President Draupadi Murmu will distribute the 70th National Film Awards in today.@airnewsalerts @airnews_tvm pic.twitter.com/emufJj6R1N
— All India Radio News Trivandrum (@airnews_tvm) October 8, 2024