ঘোষণা হয়ে গিয়েছে অগস্ট মাসে। আজ বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি নয়াদিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত হবে। সারা বিশ্বের বলিউড প্রেমীরা অনুষ্ঠানটি অনলাইনে দেখতে পারবেন। দুপুর দেড়টা থেকে সরাসরি এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান দেখা যাবে ডিডি ন্যাশনাল-এ। এটি দূরদর্শন ন্যাশনালের ইউটিউব চ্যানেলেও সরাসরি সম্প্রচার করা হবে।
বলিউড বনাম দক্ষিণের হাড্ডাহাড্ডি লড়াইয়ে সেরা অভিনেতার খেতাব ছিনিয়ে নিয়েছেন দক্ষিণের সুপারস্টার অল্লু অর্জুন৷ ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যৌথভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট ও কৃতি শ্যানন। আলিয়া ভাট পুরস্কার পেয়েছেন “গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি” সিনেমার জন্য এবং কৃতি শ্যানন পেয়েছেন “মিমি” ছবির জন্য। পঞ্চমবারের মত সেরা গায়িকার পুরস্কার পেয়েছেন শ্রেয়া ঘোষাল। সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে ‘আরআরআর’। এ ছাড়া শ্রেষ্ঠ হিন্দি চলচ্চিত্রের পুরস্কার ঘরে তুলেছে ভিকি কৌশল অভিনীত ‘সর্দার উধম’। আর, সেরা বাংলা সিনেমার পুরস্কার ঘরে তুলেছে ‘কালকক্ষ”।
দেখুন সরাসরি পুরস্কার বিতরণী অনুষ্ঠান-
৬৯ তম ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারে উল্লেখযোগ্য কিছু পুরস্কার:
সেরা সিনেমা: রকেট্রি দ্য নাম্বি এফেক্ট (আর মাধবন)
সেরা পরিচালক: নিখিল মহাজন (গুদাভারি)
সেরা অভিনেতা: আল্লু অর্জুন (পুষ্পা)
সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি) ও কৃতি শ্যানন (মিমি)
সেরা হিন্দি সিনেমা: সর্দার উধম (সুজিত সরকার)
সেরা বাংলা সিনেমা: কালকক্ষ (শর্মিষ্ঠা মাইতি-রাজদীপ পাল)
সেরা মালায়লাম সিনেমা: হোম
সেরা সহঅভিনেত্রী: পল্লবী যোশী (দ্য কাশ্মীর ফাইলস)
সেরা সহঅভিনতা: পঙ্কজ ত্রিপাঠি (মিমি)
সেরা গায়িকা: শ্রেয়া ঘোষাল (মায়াভা ছায়াভা, ইরাভিন নিজাল)
সেরা গায়ক: কাল ভৈরব (কোমুরাম ভীমুডু, আরআরআর)
সেরা সংগীত পরিচালক: দেবী শ্রী প্রসাদ (পুষ্পা)
সেরা পপুলার ফিল্ম: আরআরআর (এসএস রাজামৌলি)
জাতীয় সংহতি রক্ষায় সেরা সিনেমা: দ্য কাশ্মীর ফাইলস (বিবেক অগ্নিহোত্রী)
সেরা এডিটর: সঞ্জয় লীলা বনশালি (গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি)
সেরা চিত্রগ্রাহক: অভীক মুখোপাধ্যায়(সর্দার উধম)
সেরা কোরিওগ্রাফি: প্রেম রক্ষিত( আর আর আর)