দিল্লি, ৩ জুলাই: এবার বড় ধাক্কা খেলেন জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)। বৃহস্পতিবার দিল্লি হাইকোর্ট (Delhi High Court) ২০০ কোটি টাকার আর্থিক দুর্নীতিতে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের ( Bollywood Actress) বিরুদ্ধে ফৌজদারি মামলা বাতিল করবে না বলে জানিয়েছে। আদালতের তরফে স্পষ্ট জানানো হয়েছে, ২০০ কোটি টাকার যে আর্থিক দুর্নীতির (200 Crore Money Laundering Case) মামলা, সেখান নাম থাকবে জ্যাকলিনের।
কনম্যান সুকেশ চন্দ্রশেখরের গ্রেফতারির পর আর্থিক দুর্নীতি মামলায় নাম জড়িয়ে যায় বলিউড অভিনেত্রীর। জ্যাকলিনের নাম জড়ানোর পর তাঁকে যেমন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে হাজিরা দিতে দেখা যায়, তেমনি আদালতেও যেতে দেখা যায়। যা নিয়ে জোর জল্পনা শুরু হয়ে যায়। সেই সঙ্গে জ্যাকলিনের ভারত ছেড়ে বেরনোও বন্ধ করে দেয় আদালত। এসবের মাঝে ফের ধাক্কা খেলেন অভিনেত্রী। জ্যাকলিনের নাম এই মামলা থেকে সরানো হবে না বলে স্পষ্ট জানানো হয়েছে আদালতের তরফে।
বিচারপতি অনিশ দয়ালের বেঞ্চের তরফে জ্যাকলিনের নাম সরানো হবে না বলে ২০০ কোটির মামলা থেকে, এই নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলায় বাদী, বিবাদী সব পক্ষের প্রশ্ন উত্তর শুনে, বিচারপতি অনিশ দয়াল এপ্রিল মাসের আদালতের সিদ্ধান্ত সংরক্ষণ করেন। যার জেরে ২০০ কোটির আর্থিক দুর্নীতি মামলায় জ্যাকলিন ফার্নান্ডেজ যে নতুন করে ফেঁসে গেলেন, তা কার্যত স্পষ্ট।