Photo Credits: ANI & FB

মুম্বই: ভারতের (India) পাশাপাশি অধীর আগ্রহে চন্দ্রযান-৩ (Chandrayaan-3)-এর সফল অবতরণের (landing) জন্য প্রহর গুনছে গোটা বিশ্ব। বিভিন্ন মন্দির ও মসজিদে এর জন্য প্রার্থনাও করছেন সাধারণ মানুষ থেকে বিশিষ্ট মানুষরা। এবার চাঁদের (moon) দক্ষিণ মেরুর মাটিতে রোভার প্রজ্ঞানের সফল অবতরণের আগে দেশবাসীকে উৎসর্গ (dedicates) করে একটি গান (song) বাঁধলেন ভারতের বিখ্যাত সঙ্গীতশিল্পী কৈলাশ খের (Singer Kailash Kher)। মুম্বইতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই গানটি গাইতেও দেখা গেল তাঁকে।

দেখুন ভিডিয়ো:

পরে প্রসঙ্গে কৈলাশ খের বলেন, "চন্দ্রযানের সফল অবতরণের এই মুহূর্তে যাঁরা ভারতকে ভালোবাসেন (love) তাঁদের জন্য একটা গর্বের (pride) বিষয়। বিজ্ঞান (Science) ও মহাকাশ (space) অত্যন্ত জটিল বিষয়, কিন্তু আমি আমার প্রিয় ভারতীয় সহ-নাগরিকদের প্রণাম করতে চাই যে তাঁরা সমস্ত প্রতিকূলতা দূরে সরিয়ে কঠিন পরিশ্রম করেছেন এবং আজকের নেতৃত্বের কাছ থেকে সমর্থনও পেয়েছেন। আমি আমাদের ভারতীয় মূল্যবোধ (Indian values), আমাদের সনাতন ঐতিহ্যকে (Sanatan traditions) অভিনন্দন জানাই এবং সমস্ত ভারতীয়কে আমার শুভেচ্ছা জানাই যে এই শুভ উপলক্ষটি (auspicious occasion) এখানে রয়েছে। যাঁরা ভারতকে ভালোবাসেন তাঁদের জন্য এটি একটি বিশাল মুহূর্ত। খুব অল্প সময়ের মধ্যেই রেকর্ড গড়তে চলেছে ভারত।" আরও পড়ুন: Jawan Movie: ছবিতে ৭টি পরিবর্তনের নির্দেশ দিয়ে জওয়ানকে সার্টিফিকেট সেন্সর বোর্ডের, ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবি (দেখুন টুইট)

দেখুন ভিডিয়ো: