শহরজুড়ে ইভি গাড়িতে পরিষেবা দিতে বাজারে আনতে এবার টাটা মোটরসের সঙ্গে চুক্তি সম্পন্ন করল রাইড সংস্থা উবের।মোট ২৫ হাজার গাড়ি তৈরির বরাত পেয়েছে টাটা। এক্স প্রেস টি নামের এই সেডান গাড়িগুলি আগামী কয়েক বছরের মধ্যে ভারতের বিভিন্ন শহরে নেমে যাবে বলে আশা প্রকাশ করছেন সংস্থার কর্মীরা।
দূষণ বাড়তে থাকার জেরে কর্মাশিয়াল আইসি ইঞ্জিনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা চাপানোর ওপর জোর দিয়েছে সরকার।যার জেরে প্যাসেঞ্জার ভেহিকেলের ক্ষেত্রে ইভি গাড়ির চাহিদা প্রতিদিন বাড়ছে। ভারতের সবথেকে বড় ইভি প্রস্তুতকারী সংস্থার কাছেও আসছে অনেক গাড়ি তৈরির প্রস্তাব।এর আগে গত বছর ব্লু স্মার্টের তরফে ১০ হাজার ইভি গাড়ি তৈরির বরাত পেয়েছিল টাটা মোটরস।
এবার ২৫ হাজার গাড়ি আগামী ১২ থেকে ১৫ মাসের মধ্যেই বাজারে তারা আনতে পারবে বলে জানা গেছে টাটা মোটরসের তরফে।
দিল্লি মুম্বাই, চেন্নাই,হায়দ্রাবাদ, কোলকাতার মত বড় শহরগুলিতে এই গাড়ি নামানোর পরিকল্পনা রয়েছে উবেরের। এর পাশাপাশি প্রথমিক চার্জিং স্টেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্থানগুলি যেমন-এয়ারপোর্ট, রেল স্টেশনের ইত্যাদির কাছে চার্জিং স্টেশন বসানোর পরিকল্পনা রয়েছে উবেরের।
We're supercharged to announce our partnership with @tatamotorsev today to bring 25,000 XPRES-T EVs on our platform - the largest EV partnership yet between an automaker and a ride-sharing platform in India!⚡️ pic.twitter.com/cL88Lk7a75
— Uber India (@Uber_India) February 20, 2023