Ola Electric Scooter: কবে লঞ্চ হচ্ছে ওলার ইলেকট্রিক স্কুটার? কী জানাল সংস্থাটি

অবশেষে তাদের ইলেকট্রিক স্কুটার (Ola Electric Scooter) লঞ্চের তারিখ ঘোষণা করল ওলা। সংস্থাটি জানিয়েছে, ১৫ অগাস্ট ভারতের স্বাধীনতা দিবসের দিনই তারা ইলেকট্রিক স্কুটার লঞ্চ করছে। সংস্থাটি আরও জানিয়েছে যে ওই দিনই তারা স্কুটারের বিস্তারিত স্পেসিফিকেশন প্রকাশ করবে।

ওলার চেয়ারম্যান ও গ্রুপ সিইও ভাবিশ আগরওয়াল (Bhavish Aggarwal) আজ টুইটারে এই খবর জানিয়েছেন। টুইটে তিনি লেখেন, 'আমাদের স্কুটারটা যাঁরা বুক করেছেন, তাঁদের সকলকে ধন্যবাদ। ১৫ অগাস্ট ওলা স্কুটারের জন্য একটি লঞ্চ ইভেন্টের পরিকল্পনা করা হচ্ছে। প্রোডাক্ট এবং কবে বাজারে আসবে সে সম্পর্কে বিস্তারিত ওই দিন জানাব।'

সম্প্রতি অনলাইন বুকিং শুরু হয় ওলা ই-স্কুটারের। ৪৯৯ টাকায় বুকিং। ম্যাট ব্ল্যাক থেকে সাদা, মেটালিক থেকে পপ কালার, মোট ১০টি রঙের অপশন দেওয়া হয়েছে নতুন ওলা ই-স্কুটারে। জানা যাচ্ছে, একবার চার্জ দিলে এই স্কুটার ১০০-১৫০ কিমি যেতে পারবে। ওলা ইলেকট্রিক স্কুটারে পুরো এলইডি লাইটিং, দ্রুত চার্জিং, ফ্রন্ট ডিস্ক ব্রেক-সহ বিভিন্ন সুযোগ-সুবিধা আছে। আরও পড়ুন: Tesla: টেসলার পথ মসৃণ করতে কমতে পারে আমদানি শুল্ক, 'মেক ইন ইন্ডিয়ায়' সামিল করার বার্তা কেন্দ্র সরকারের

দেশের বিভিন্ন শহরে চার্জিং নেটওয়ার্ক তৈরি করা হবে বলে জানিয়েছে ওলা। দেশের মোট ৪০০টি শহরে ১ লাখ চার্জিং পয়েন্ট বানানো হবে। চলতি বছরেই দেশজুড়ে ৫ হাজার চার্জিং পয়েন্ট করা হবে।