KTM 390 Adventure Bike Unveiled: এবার স্বপ্নের রাইড নিতে প্রস্তুত হন, লঞ্চ হলো KTM 390 অ্যাডভেঞ্চার বাইক
KTM 390 অ্যাডভেঞ্চার বাইক (Photo Credits: Twitter - Amit Panday)

বাইকপ্রেমীরা যারা রোমাঞ্চকর রাইডের অপেক্ষায় ছিলেন তাদের জন্য দারুন সুখবর। KTM India অবশেষে লঞ্চ করল KTM 390 অ্যাডভেঞ্চার বাইক। ইন্ডিয়া বাইক উইক ২০১৯ অনুষ্ঠানে সাড়ম্বরে লঞ্চ করা হল। গোয়াতে (Goa) অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠান। অনুষ্ঠানের ঝলমলে সন্ধ্যায় গতকাল উপস্থিত ছিলেন রাকেশ শর্মা, বাজাজ অটো লিমিটেডের (Bajaj Auto Ltd.) এক্জিকিউটিভ ডিরেক্টর। প্রেসিডেন্ট সুমিত নারাঙ্গ, ভাইস প্রেসিডেন্ট ফ্লোরিয়ান বুরগুয়েত।

এতে কী কী বিশেষত্ব রয়েছে দেখে নিন-

আরও পড়ুন, আগামী বছরেই বাজারে আসছে টাটা গ্রাভিটাস, জেনে নিন দাম ? কী কী থাকছে গাড়িতে?

  • প্রায় ১৪- ৫ লিটারের তেল ট্যাঙ্ক।
  • নাকেল গার্ডস।
  • পরিষ্কার উইন্ডস্ক্রিন।
  • স্প্লিট সিটের ব্যবস্থা।
  • ইঞ্জিন সাম্প গার্ড।
  • ইঞ্জিন 373cc- র।
  • সিঙ্গেল সিলিন্ডারযুক্ত এর সর্বোচ্চ গতি ৪৩ ব্রেক হর্স পাওয়ার।
  • 37 Nm 9,000 rpm সর্বোচ্চ টর্ক 7,000 rpm।

(Photo Credits: Twitter -
Amit Panday)

এছাড়াও থাকছে স্লিপার ক্লাচযুক্ত সিক্সস্পিড ম্যানুয়াল গিয়ারবক্স। ব্লুটুথ যুক্ত TFT স্ক্রিন। এর দাম হতে পারে প্রায় ৩.৩ লক্ষ টাকা পর্যন্ত। এটি রয়াল এনফিল্ড হিমালয়ান, BMW G310 GS ও Kawasaki Versys 300 কে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে। এতে রয়েছে সুপারমোটো মোড যা ABS (rear wheel) -কে নিষ্ক্রিয় করতে সক্ষম।