ই-এসইউভি, হ্যাঁ ঠিকই শুনছেন ভারতের বাজারে এমন গাড়ি প্রথম আনল হুন্ডাই (Hyundai Motors)। বিদ্যুৎ চালিত এসইউভি ‘কোনা’ (India’s first real electric SUV’) আনল হুন্ডাই, বাজারে আসতে না আসতেই এই গাড়িকে নিয়ে উন্মাদনা শুরু হয়ে গিয়েছে। কোরিয়া থেকে একেবারে তৈরি অবস্থাতেই কোনা আসছে ভারতে। মোটামুটিভাবে ২৬ লক্ষের থেকে সামান্য কমেই গাড়িটি গ্যারাজে নিয়ে যাতে পারবেন। যা অন্যান্য এসইউভি-র তুলনায় সস্তায় বইকি। ৭ইঞ্চির ডিজিটাল ইনফোটেইনমেন্ট স্ক্রিনে অ্যাপল কার প্লে এবং অ্যান্ড্রয়েড অটো ব্যবহার করা যাবে। চালকের আরামের জন্য থাকছে ‘হিটেড ও ভেন্টিলেটেড সিট’। আরও পড়ুন-সুখবর, গ্লোবাল ওয়ার্মিংকে মুঠোয় রাখতে বাজারে এল এসইউভি-র রেনো ডাস্টার
গাড়ি ও চালকের নিরাপত্তার কথা মাথায় রেখেও অনেক ফিচার দেওয়া হয়েছে হুন্ডাই ‘কোনা’তে। এরমধ্যে অন্যতম বৈশিষ্ট্য হল এর ৬টি এয়ার ব্যাগ, যা প্রতিটি সিটের সঙ্গে লাগানো থাকবে। এছাড়া ‘অ্যান্টি লক-ব্রেক সিস্টেম’, ‘ব্লাইড স্পট ডিটেকশন’ ,‘হিল-স্টার্ট অ্যাসিস্ট’ রিভার্স ক্যামেরা থাকবে এই গাড়িতে। থাকবে ‘রিয়েল টাইম ট্রাফিক কন্ট্রোল’ এবং ‘অটোনোমাস ইমারজেন্সি ব্রেক সিস্টেম’ও যা ইলেকট্রিক গাড়িটিকে আরও বেশি ব্যবহার উপযোগী করে তুলবে। সংস্থার তরফের খবর, আপাতত ১,০০০ ইউনিট গাড়ি ভারতের বাজারে নিয়ে আসা হবে, পাওয়া যাবে নির্দিষ্ট ২০টি শহরেই হুন্ডাই ডিলার শোরুমে। গ্রাহকদের চাহিদার উপর নির্ভর করে পরবর্তী সময়ে আরও গাড়ি আনা হবে কোরিয়া থেকে। তবে খরচ কমাতে ভবিষ্যতে হুন্ডাইয়ের চেন্নাই প্ল্যান্টে ইলেকট্রিক পার্টস তৈরি লাগানোর ব্যবস্থা করা হবে।
ইলেকট্রিক এসইউভি ‘কোনা’ বিশ্ববাজারে দু’টি পৃথক ব্যাটারির অপশনে পাওয়া গলেও ভারতে মিলবে ৩৯.২ কিলোওয়াট প্রতি ঘন্টার ক্ষমতাযুক্ত ব্যাটারি গাড়ি। এই গাড়িটি হবে ১৩৬ হর্সপাওয়ারের ক্ষমতা এবং ৩৯৫ নিউটন-মিটার টর্ক আউটপুটের ক্ষমতা সম্পন্ন। গাড়ির সর্বোচ্চ গতি হবে ১৫৫কিমি প্রতি ঘন্টায় এবং একবার চার্জ দিলে ৩১২ কিলোমিটার অবধি রাস্তা অতিক্রম করতে পারবে। হুন্ডাইয়ের এই ইলেকট্রিক গাড়িতে “অল হুইল ড্রাইভ” ফিচার থাকবে না, টর্কের মাধ্যমে উৎপন্ন শক্তি সরাসরি সামনের চাকায় পৌঁছাবে।