তেহরান, ৮ অগাস্ট: হিজাব (Hijab) ছাড়া প্রকাশ্যা গান গাওয়ায় ফের 'শাস্তির খাঁড়া' নেমে এল ইরানি (Iran) গায়িকার বিরুদ্ধে। রাজধানী শহর তেহরানে (Tehran) দাঁড়িয়ে জারা ইসমাইলি (Zara Esmaeili) নামে এক তরুণ গায়িকা গান ধরেন। জারার সুরের সঙ্গে তাল মিলিয়ে রাস্তার হাজির বহু মানুষকেও গাইতে শোনা যায়। যে দৃশ্য দেখে অবাক হয়ে যান অনেকেই কিন্তু গান থামাননি ইরানের ওই গায়িকা। জারার ভিডিয়ো ভাইরাল হতেই জারাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারির পর থেকেই নিখোঁজ জারা। ওই গায়িকা কোখায় রয়েছেন, কীভাবে রয়েছেন, তাঁর খোঁজ কেউ পাচ্ছে না। পরিবার হন্যে হয়ে খুঁজছে জারাকে।
প্রসঙ্গত ১৯৭৯ সালে ইরানে যে আইন চালু হয়, সেখানে জানান প্রকাশ্যে কোনও মহিলা নাচতে বা গান গাইতে পারবেন না। সেই থেকে আজ পর্যন্ত ইরানে ইসলামিক আইন বলবৎ রয়েছে। যার বিরুদ্ধাচারণ জারা করায়, আপাতত তাঁর কোনও খোঁজ মিলছে না বলে খবর।
দেখুন জানান ভিডিয়ো...
Zara Esmaeili, een getalenteerde jonge zangeres uit Teheran, is gearresteerd vanwege haar moedige optredens zonder de verplichte hijab. Dit krachtige beeld van haar en een dansend meisje illustreert hoe de jonge generatie in Iran zich verzet tegen onderdrukking. #Iran pic.twitter.com/DMc2soS1Gf
— Shermin Amiri (@SherminAmiri) August 3, 2024