মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণায় সম্মতি কেন দিল চিন
মাসুদ আজহার (credit-PTI)

৭ মে,২০১৯: জৈশ প্রধান মাসুদ আজহারকে(Masud azhar) আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করেছে রাষ্ট্রপুঞ্জ(United Nation)। ভারতের বহু কাঙ্খিত এই দাবি পূরণে চিনের(China) সম্মতি অনেকটা চমকপ্রদ ঘটনা বলেই মনে করছেন কূটনীতিকরা। চীনের এই মন পরিবর্তনের কারণ কী?‌ এই নিয়ে যখন জোর জল্পনা চলছে তখন বেজিংই বিবৃতি দিয়ে জানাল তাদের সম্মতি দেওয়ার কারণ।

চিনের বিদেশমন্ত্রকের (foreign ministry) মুখপাত্র গেং শুয়াং জানিয়েছেন, মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার নতুন প্রস্তাব ভালো মতো খতিয়ে দেখেই এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছে চিন। মাসুদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ ছিল। চিন মনে করে বড় কোনও সিদ্ধান্ত নেওয়ার আসে কাগজে কলমে সব প্রমাণ পরীক্ষা করতে। যাতে পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত না নেওয়া হয়। ১২৬৭ কমিটিতে মাসুদকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করার যে প্রস্তাব দেওয়া হয়, তাতে কী কারণে তাঁকে নিষিদ্ধ করা উচিত, তার সব কারণ বিশদে লেখা ছিল। সব কিছু খতিয়ে দেখার পরেই আপত্তি তুলে নেওয়া হয়েছে।’‌

এই বিবৃতি দেওয়ার পর যাতে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের অবনতি না হয় সেদিকেও খেয়াল রেখেছে।

মাসুদ আজহার পাকিস্তানি নাগরিক হলেও জঙ্গি দমনে পাকিস্তানের ভূমিকাকে সাধুবাদ জানিয়েছে। ‘‌চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে লড়াইয়ে একটা বিরাট ভূমিকা নিয়েছে পাকিস্তান। জঙ্গি দমনে পাকিস্তানের এই লড়াইয়ে সবসময় পাশে আছে চিন।’‌

দিন কয়েক আগে চিন সফরে গিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানে পৌঁছনোর পর ইমরানকে অভ্যর্থনা জানানোর জন্য বড় কোনও মন্ত্রীকে দেখা যায়নি। ইমরানকে অনেকটা এড়িয়ে যাওয়ারই চেষ্টা করছিল বেজিং। এমনই অভিযোগ ওঠে। চীনের সেই আচরণ কি এই ঐতিহাসিক সিদ্ধান্তে সম্মতি জানানোর ভূমিকা ছিল?‌