Joe Biden (Photo Credit: ANI/Twitter)

নিউ ইয়র্ক, ২২ সেপ্টেম্বর: নিউ ইয়র্কে একটি সভায় হাজির হন জো বাইডেন (Joe Biden)। সভায় নিজের বক্তৃতা শেষের পর ডায়াস থেকে সরে আসেন মার্কিন প্রেসিডেন্ট (US)। ডায়াস থেকে সরে আসার পর জো বাইডেন কোথায় যাবেন, তা বুঝতে পারছিলেন না। ডায়াস থেকে সরার পর মুহূর্তের মধ্যে কার্যত 'ব্ল্যাক আউট' হয়ে পড়েন বাইডেন। কোথায় যাবেন, কী করবেন তা যেন বুঝেই উঠতে পারছিলেন না মার্কিন প্রেসিডেন্ট। বাইডেনের সেই ভিডিয়ো দেখে কার্যত অবাক হয়ে যান নেটিজেনরা। মার্কিন প্রেসিডেন্টের কী হল, তা যেন কিছুতেই বুঝতে পারছিলেন না নেট জনতা। ফলে বাইডেনের ভিডিয়ো নিয়ে জোর তোলপাড় শুরু হয়ে যায়। দেখুন...

 

রিপোর্টে প্রকাশ, এডস, ম্যালেরিয়া এবং টিউবারকিউলোসিস নিয়ে সচেতনতা গড়তে এবং  ফান্ড তৈরি করতে নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিউ ইয়র্কের সেই অনুষ্ঠানের পর বক্তৃতা শেষ করে ডায়াস থেকে নামতে গিয়ে বিপর্যয়ের মুখে পড়েন জো বাইডেন।

মার্কিন প্রেসিডেন্টার ওই ভিডিয়ো ইতিমধ্যেই ২ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন। সেই সঙ্গে ভিডিয়ো দেখে একের পর এক মন্তব্য উড়ে আসতে শুরু করে বিভিন্ন মহল থেকে।