প্রতীকী ছবি (File Photo)

বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রে এক বয়স্ক মহিলার টুকরো টুকরো দেহ উদ্ধার হয়। জানা যাচ্ছে কেনটাকি স্টেট পুলিশ এলাকায় একটি বাড়ির পেছন থেকে দেহাংশ উদ্ধার হয় এদিন সকালে। প্রথম এই দেহ দেখতে পান ওই বাড়িতে কাজ করতে আসা এক ব্যক্তি। সেই প্রথম পুলিশে খবর দেয়। তারপর ঘটনাস্থলে স্থানীয় পুলিশ এসে জানতে পারে যে বাড়ির মধ্যে আরেক মহিলা আছে। তাঁকে বারংবার ডাকা হলেও সে সাড়া না দেওয়ায় দরজা ভেঙে ঘরে ঢুকে মৃতদেহের বাকি দেহাংশ এবং ঘরের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা রক্ত উদ্ধার করে। গ্রেফতার হয় বছর ৩২-এর টোরিলেনা মে ফিল্ডস (Torilena May Field) নামে ওই মহিলা।

পুলিশসূত্রে জানা যায়, নেশাগ্রস্থ অবস্থায় নিজের মা ও তাঁর পোষ্যকে খুন করে টোরিলেনা। মৃতের নাম ট্রোডি ফিল্ডস। প্রায়শই ড্রাগ নিয়ে দুজনের মধ্যে বচসা হত। এদিনও এই বচসা চলাকালিন আচমকাই বন্দুক দিয়ে মাকে গুলি করেন ওই মহিলা। এরপর ছুরি দিয়ে এলোপাথারি কোপাতে থাকে সে। আর তাতেই মৃত্যু হয় ট্রোডির। তারপরে নিজের পোষ্য চিৎকার করছিল বলে তাঁকেও খুন করে রাতে মাটি চাপা দিয়ে দেয় টোরিলেনা। তবে মায়ের দেহ লোপাট করার জন্য দেহটি টুকরো টুকরো করে কাটতে শুরু করে সে। দেহের কিছুটা অংশ বাড়ির পেছনে একটি বাক্সে চাপা রাখে এবং বাকিটার কিছু অংশ ওভেনে রান্না করে।

তবে গন্ডোগোল বাধে বুধবার সকালে। ট্রোডি বাড়ির কাজের জন্য স্থানীয় এক যুবককে মঙ্গলবার সকালেই ডেকেছিল। সে ব্যস্ত থাকার কারণে বুধবার সকালে আসে। যুবকটি এসে বাড়ির দরজায় ধাক্কা দেয়। কোনও সারাশব্দ না পাওয়ায় বাড়ির পেছনে যায়। সেখানে গিয়ে দেহাংশ দেখতে পেয়ে আতঙ্কে বেরিয়ে আসে। তারপরেই সে স্থানীয় থানায় খবর দেয়। তাঁরা এসে বাড়ির পেছন থেকে দেহাংশ উদ্ধার করে এবং। বাড়ির দরজায় ধাক্কা দেয়। তাঁরা দেখতে পায় দরজা ভেতর থেকে লক করা।

তারপর তল্লাশি করে টোরিলেনাকে একটি সোফার ওপর বসে থাকতে দেখতে পায়। আর তারপরেই তাঁকে দরজা খুলতে বলে। কিন্তু সে দরজা খুলতে নারাজ থাকে। আতঙ্কে ঘরের মধ্যে চিৎকার করতে থাকে। অবশেষে পুলিশ ধাক্কা দিয়ে দরজা খুলে মহিলাকে আটক করে। তাঁর মুখে, হাতে, পায়ে মায়ের রক্ত লেগে ছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অতিরিক্ত মাদক সেবনের কারণেই মানসিক বিকারগ্রস্থ হয়ে এরকম নৃশংস হত্যা করেছেন ওই মহিলা।