Zohran Mamdani's Wedding (Photo Credit: X)

নিউ ইয়র্ক, ২৮ জুলাই: বিয়ে করলেন নিউ ইয়র্কের মেয়র পদপ্রার্থী জোরহান মামদানি (Zohran Mamdani's Wedding)। উগান্ডায় (Uganda) বসে জোরহান মামদানির বিলাসবহুল বিয়ের আসর। ৩ দিন ধরে বিলাসবহুলভাবে বিয়ে করেন নিউ ইয়র্কের (New York) মেয়র পদপ্রার্থী জোরহান মামদানি। অ্যানিমেটর রামা দাওয়াজির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন জোরহান মামদানি। তাঁদের বিয়ের ব্যবস্থাপনা ছিল একেবারে অন্যরকম।

নিউ ইয়র্ক পোস্টের খবর অনুযায়ী, জোরহান মামদানির বিয়েতে ছিল নিরাপত্তারক্ষীদের কড়া পাহারা। মুখে মাস্ক আঁটা নিরাপত্তারক্ষী থেকে শুরু করে জ্যামার, আঁটসাট নিরাপত্তার ঘেরাটোপে মোড়া ছিল জোরহান মামদানির বিয়ের আসর।

দেখুন কেমন ছিল জোরহান মামদানির বিয়ের আসর...

কেমন ছিল উগান্ডায় জোরহান মামদানির বিয়ের আসর 

রেঞ্জ রোভার থেকে মার্সিডিজ় বেঞ্জ, একাধিক বিলাসবহুল গাড়ির সমাহারে পরিপূর্ণ ছিল জোরহানের বিয়ের আসর। সেখানে যেমন নিরাপত্তার ঘেরাটোপ ছিল উচ্চ পর্যায়ের, তেমনি তাঁদের অতিথি তালিকাও ছিল বেশ সীমাবদ্ধ। জানা যাচ্ছে, নিরাপত্তা রক্ষীদের ২০টি দল ছিল বিয়ের আসর ঘিরে। নিরাপত্তার ঘাঁটতি যাতে কোনওভাবে চোখে না পড়ে, তার জন্য করা হয় কড়া ব্যবস্থা।

ভারতীয় বিয়ের আসর বসে উগান্ডায় 

জানা যাচ্ছে, নিউ ইয়র্কের মেয়র পদপ্রার্থী জোরহান মামদানি আমেরিকাবাসী হলেও, তাঁর বিয়ের আসর বসে ভারতীয় অনুষ্ঠানের অনুকরণে। ডিজে থেকে ফলের রস, প্রায় সবকিছুতেই ছিল ভারতের ছোঁয়া।

বিয়ের আসরে সন্ধে থেকে অতিথিদের আনাগোনা শুরু হয়। অনুষ্ঠান, আনন্দ চলে মাঝরাত পর্যন্ত। অতিথিদের দেখভাল এবং নিরাপত্তার ক্ষেত্রে নিজের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের উপরই বেশি নির্ভর করেন জোরহান মামদানি। তাইতো উগান্ডার যে বাড়িতে বসে বিয়ের আসর, সেখানকার গেট থেকে বর-কনের জায়গা, সব জায়গাতেই ছিলেন মামদানির ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা।