Old Man Beaten In US (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ১২ অগাস্ট: মার্কিন মুলুকে (US) পেটানো হল এক বৃদ্ধকে (Old Sikh Man)। বছর ৭০-এর ওই বৃদ্ধকে নর্থ হলিউডের একটি গল্ফ ক্লাবে ধরে পেটানো হয়। নির্মমভাবে মারদরের জেরে ওই বৃদ্ধের শরীরের একাধিক হাড়গোড় ভেঙে গিয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। বর্তমানে ওই বৃদ্ধের পরপর ৩টি অস্ত্রোপচার হয়েছে বলে খবর। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। তারপরই লস এঞ্জলসের শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে ওই ঘটনার বিরুদ্ধে চূড়ান্ত নিন্দা করা হয়। গল্ফ ক্লাবের ভিতরে নিরাপত্তা থাকা সত্ত্বেও ওই বৃদ্ধকে কীভাবে পেটানো হল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

দেখুন কীভাবে মারধর করা হয় ওই বৃদ্ধকে...

 

আরও পড়ুন: ‘You F*ing Immigrant’: বর্ণ বিদ্বেষ চূড়ান্ত, ভারতীয়কে দেখে অশ্লীল গালাগালি, জিভ বের করে অশালীন অঙ্গভঙ্গি, কানাডায় রাস্তায় কী হচ্ছে দেখুন

মৃতের নাম কী 

রিপোর্টে প্রকাশ, গল্ফ ক্লাবে যে বৃদ্ধকে পেটানো হয়, তাঁর নাম হরপাল সিং। লস এঞ্জেলসের গুরুদ্বারা থেকে বেরিয়ে হরপাল সিং হাটাহাটি করছিলেন গল্ফ ক্লাবের ভিতরে। সেই সময়ই ওই বৃদ্ধের উপর হামলা চালানো হয়। বেধড়ক মারধর করা হয় তাঁকে।

হরপাল সিংয়ের ভাই বিষয়টি নিয়ে সরব হন। গুরদয়াল সিং রনধাওয়া নামে ওই ব্যক্তি বলেন, মারধরের পর তাঁর দাদা জ্ঞান হারান। বর্তমান৩টি অস্ত্রোপচার হয়েছে তাঁর। তবে পরিস্থিতি এখনও স্থিতিশীল নয় বলে জানান গুরদয়াল সিং রনধাওয়া।

কীভাবে হামলা হয় বৃদ্ধের উপর 

জানা যায়, গুরুদ্বারা থেকে বেরিয়ে পাখিদের খাওয়াচ্ছিলেন হরপাল সিং এবং তাঁর বন্ধুরা। ওই সময় হঠাৎ করে এক বাইক আরোহী হরপাল সিংয়ের কাছে গিয়ে দাঁড়ায়। অন্যরা কিছু বুঝে ওঠার আগেই তাঁকে মারধর করা হয় বলে খবর।

পশ্চিমী দেশগুলিতে বাড়ছে ভারতীয়দের উপর মারধরের ঘটনা 

কানাডা থেকে অস্ট্রেলিয়া, মেক্সিকো কিংবা আমেরিকা। পশ্চিমের একাধিক দেশে ভারতীয়দের যেমন অপমানের মাত্রা বাড়ছে,তেমনি তাঁদের মারধরও করা হচ্ছে। কানাডায় এক দম্পতিকে চরম অপমান করে মারধর করে ১৮ বছর বয়সী যুবকরা। তেমনি অস্ট্রেলিয়াতেও ভারতীয়দের বেশ কয়েকটি মারধরের ঘচনা ঘটে। আর এবার খোদ আমেরিকায় মেরে হাড় ভেঙে দেওয়া হল এক বৃদ্ধের।