Racial Fight In Canada (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ১২ অগাস্ট: ফের বর্ণ বিদ্বেষ (Racist Attack In Canada)। প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে ভারতীয়কে (Indian-Origin Couple) গালিগালাজ। অস্ট্রেলিয়ার (Australia) পর এবার এমন ছবি উঠে এল কানাডা (Canada) থেকে। যেখানে একটি শপিং মলের পার্কিং লটে ভারতীয় দম্পতিকে দেখে অপমান করা হয়। বলা হয় অশ্লীল থেকে অশ্লীলতর কথা। ১৮ বছর বয়সী যুবকদের মুখে চূড়ান্ত অপমানজনক শব্দ শোনা যায়। সেই সঙ্গে ভারতীয় দম্পতিকে 'অবৈধ অভিবাসী' বলে কটাক্ষ করা হয়। 'বড় নাকের অবৈধ অভিবাসী' বলে চূড়ান্ত অপমান করা গয় ভারতীয় দম্পতিকে।

শুধু তাই নয়, ভারতীয় দম্পতিকে খুনের হুমকিও দেয় ওই ১৮ বছর বয়সী যুবকরা। সেই সঙ্গে ওই দম্পতিকে লক্ষ্য করে অশ্লীল ইঙ্গিতও করে কানাডার ওই সদ্য ১৮-তে পা দেওয়া যুবকরা।

আরও পড়ুন: Viral video: 'ভারতীয়রা বিরক্তিকর, দেশে ফেরৎ পাঠাও ওঁদের', কানাডার লেকে সাবান মেখে স্নানের ভিডিয়ো ভাইরাল হতেই ক্ষোভ, দেখুন

কানাডার পিটারবরোতে ভারতীয়দের দেখে যেভাবে হেনস্থা করা হয়, আকথা, কুকথা বলা হয়, তা নিয়ে জোর শোরগোল শুরু হয়। সেই সঙ্গে ওই কানাডিয়ান যুবকরা কথা, গালিগালাজ এবং অশ্লীলতা সবকিছু রেকর্ড করা হয়। পরে সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে, তা নিয়ে নিন্দার ঝড় বয়ে যায়। সেই সঙ্গে ওই যুবকদের কেন এখনও গ্রেফতার করা হয়নি বলে বহু মানুষ প্রশ্ন তোলেন।

দেখুন ভারতীয় দম্পতিকে দেখে কীভাবে অপমান করা হল...

 

একের পর এক ভিডিয়ো ভাইরাল হতে শুরু করে...

 

সম্প্রতি কানাডা, অস্ট্রেলিয়া, মেক্সিকোর মত একাধিক দেশে ভারতীয়দের অপমান করার কুসংস্কৃতি পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে। ভারতীয়দের গালিগালাজ যেমন করা হচ্ছে, তেমনি তাঁদের মারধর করা হচ্ছে বলেও নানা খবর উঠে আসছে।