US Man Arrested for Making Child Pornography and Having Sex With Cow (Photo Credits: X)

মার্কিন যুক্তরাষ্ট্রের (US) এক ব্যক্তির বিরুদ্ধে উঠেছে বিস্ফোরক অভিযোগ। নাবালিকাদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন এবং তা পর্ন ভিডিওর আকারে ধারণ করার অভিযোগে গ্রেফতার হয়েছেন রিভারটনের (Riverton) এক ব্যক্তি। শিশু পর্নোগ্রাফির (Child Pornography) পাশাপাশি গরুর সঙ্গে একাধিকবার বিকৃত যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগও উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে।

একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুসারে, অভিযুক্ত ব্যক্তির নাম বেঞ্জামিন টার। বয়স ৩৯। মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয়ের সাঙ্গামন কাউন্টির রিভারটন গ্রামের (Riverton) বাসিন্দা তিনি। শিশু পর্নোগ্রাফি এবং প্রাণীদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনেরর অভিযোগে গ্রেফতার হয়েছেন বেঞ্জামিন। বাছুরের (Cow Calf) সঙ্গে যৌন সম্পর্ক গড়েছিলেন তিনি।

শিশু পর্নোগ্রাফি ও বাছুরের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগ

ইলিনয় সাঙ্গামন কাউন্টির সপ্তম বিচার বিভাগীয় সার্কিটের আদালতের রেকর্ড অনুসারে, ২০২৪ সালের ২৩ ডিসেম্বর, ২০২৫ সালের ৩১ মে এবং ২৭ জুন তারিখে বেঞ্জামিন টার শিশু পর্নোগ্রাফি রেকর্ড করেছিলেন। ভুক্তভোগীরা সকলেই নাবালিকা। কারুর বয়স ১৩ বছরের কম তো আবার কারুর বয়স ১৮ বছরের কম। প্রসিকিউটররা আরও জানান, ৭ জুন এবং ২৪ জুন তারিখে গরুর বাছুরের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন অভিযুক্ত। আগামী ২৫ জুলাই সকাল ৯ টায় এই মামলায় প্রাথমিক শুনানির তারিখ নির্ধারিত হয়েছে।