Russia Suspended From Human Rights Council: রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে সাসপেন্ড রাশিয়া, ভোটদানে আবারও বিরত ভারত

রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিল (United Nations Human Rights Council) সাসপেন্ড হল রাশিয়া (Russia)। ইউক্রেনের বুচায় হত্যাকাণ্ডের (Ukraine Bucha Massacre) অভিযোগ উঠেছে মস্কোর বিরুদ্ধে। সেই নিয়ে শুক্রবার রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভোটাভুটি ছিল। অধিকাংশ দেশই রাশিয়াকে বহিষ্কারের পক্ষে ভোট দেওয়ায় সদস্যতা হারাল তারা। তবে ভোটদান থেকে আবারও বিরত থেকেছে ভারত। কাউন্সিলের ১৯৩ জন সদস্য দেশের মধ্যে ৯৩টি দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের আনা রাশিয়াকে সাসপেন্ড করার প্রস্তাবের পক্ষে ভোট দেয়। ২৪টি দেশ বিপক্ষে ভোট দেয় এবং ভারত-সহ ৫৮টি দেশ ভোটদানে বিরত থাকে।

Russia Suspended From Human Rights Council (Photo: Twitter)

নতুন দিল্লি, ৮ এপ্রিল: রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিল (United Nations Human Rights Council) সাসপেন্ড হল রাশিয়া (Russia)। ইউক্রেনের বুচায় হত্যাকাণ্ডের (Ukraine Bucha Massacre) অভিযোগ উঠেছে মস্কোর বিরুদ্ধে। সেই নিয়ে শুক্রবার রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভোটাভুটি ছিল। অধিকাংশ দেশই রাশিয়াকে বহিষ্কারের পক্ষে ভোট দেওয়ায় সদস্যতা হারাল তারা। তবে ভোটদান থেকে আবারও বিরত থেকেছে ভারত। কাউন্সিলের ১৯৩ জন সদস্য দেশের মধ্যে ৯৩টি দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের আনা রাশিয়াকে সাসপেন্ড করার প্রস্তাবের পক্ষে ভোট দেয়। ২৪টি দেশ বিপক্ষে ভোট দেয় এবং ভারত-সহ ৫৮টি দেশ ভোটদানে বিরত থাকে।

ভারতের অবস্থান তুলে ধরে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি (T.S. Tirumurti) বলেন, "রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সূচনাপর্ব থেকেই শান্তি, আলোচনা এবং কূটনীতির পক্ষে সওয়াল করে এসেছে ভারত। রক্তপাত, প্রাণহানির মাধ্যমে কোনও সমস্যার সমাধান হওয়া সম্ভব নয় বলেই বিশ্বাস আমাদের। ভারত যদি কোনও পক্ষ নিয়ে থাকে, তা হল শান্তি এবং অহিংসার।" আরও পড়ুন: Russia-Ukraine War: ইউক্রেনের মোশচুন শহরে রুশ সেনার ধ্বংসলীলা, দেখুন ভিডিও

যাইহোক, দ্বিতীয়বারের মতো কোনও দেশকে মানবাধিকার কাউন্সিল থেকে সাসপেন্ড করার ঘটনা ঘটল। এর আগে ২০১১ সালে লিবিয়াকে সাসপেন্ড করা হয়েছিল। যদিও বৃহস্পতিবার ভোটের পরপরই রাশিয়া ঘোষণা করেছে যে তারা স্বেচ্ছায় ৪৭ সদস্যের কাউন্সিল থেকে থেকে নিজেদের প্রত্যাহার করছে। রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইউক্রেন। তারা এই সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছে, "যুদ্ধাপরাধীদের রাষ্ট্রসংঘের কোনও সংস্থায় প্রতিনিধিত্ব থাকা উচিত নয়।"