প্রতীকী ছবি (Photo Credits: IANS)

ইংল্যান্ড, ২৩ নভেম্বর:  মার্কিন যুক্তরাষ্ট্রের আগেই ফাইজার বায়োটেক ভ্যাকসিনকে (Pfizer-BioNTech COVID-19 Vaccine) অনুমোদন দিতে চলেছে ইংল্যান্ড। সম্ভবত চলতি সপ্তাহেই মিলবে এই অনুমোদন। রয়টার্সের তথ্যানুসারে টেলিগ্রাফ নিউজ ওয়েবসাইটেই এই তথ্য জানা গিয়েছে। জানা গিয়েছে, ব্রিটিশ অথরিটি সম্ভবত ডিসেম্বরের শুরু থকেই ফাইজার ও বায়োটেকের তৈরি করোনা প্রতিষেধকের ব্যবহারের অনুমতি দেবে। এবং সেদেশের স্বাথ্য মন্ত্রককেও প্রতিষেধক দেওার জন্য সম্পূর্ণ প্রস্তুতির নির্দেশিকা দিয়েছে ব্রিটিশ কর্তৃপক্ষ। আরও পড়ুন-Winter In West Bengal: এক ধাক্কায় পারদ পাতন, মরশুমের প্রথম শীত বঙ্গে

অন্যদিকে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ আ্যাডমিনিস্ট্রেশনের তরফে জানানো হয়েছে আদৌ এই করোনা প্রতিষেধকের প্রয়োগ হবে কি না তা জানা যাবে ১০ ডিসেম্বর। সেদিনই এই বিষয়ে আলোচনা হবে। ডিসেম্বরের শুরুতে যে কোভিড প্রতিষেধকের কোনটা কার্যকরী তানিয়ে ঝাড়াই বাছইয়ের আশাবাদী আমেরিকা। গত সপ্তাহেই প্রতিষেধক প্রস্তুতকারক মার্কিন সংস্থা মডের্না জানিয়েছিল যে, তাদের ভ্যাকসিন ৯৪.৫ শতাংশ কার্যকরী।