দিল্লি, ৭ জুলাই: সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) থাকতে চান? সংযুক্ত আরব আমিরশাহিতে যদি থাকতে চান, তাহলে এবার আপনি আবেদন করতে পারেন গোল্ডেন ভিসার (Golden Visa) জন্য। ২৩.৩ লক্ষ টাকায় গোল্ডেন ভিসা আপনাকে দিতে পারে সংযুক্ত আরব আমিরশাহি। যে ভিসার দৌলতে সংযুক্ত আরব আমিরশাহিতে বসবাসের সুযোগ পেতে পারেন। এই ভিসা একবার পেলে সংযুক্ত আরব আমিরশাহিতে থাকার জন্য আপনাকে কোনও ধরনের ব্যবসা যেমন করতে হবে না, তেমনি চাকরিবাকরি সেখানে করারও প্রয়োজন নেই বলে খবর।
সংযুক্ত আরব আমিরশাহি যে গোল্ডেন ভিসা চালু করছে, তার জেরে ভারতীয়রা (India) অগ্রাধিকার পাবেন বলে জানা যাচ্ছে। ভারতের পাশাপাশি বাংলাদেশি (Bangladesh) নাগরিকরাও এই গোল্ডেন ভিসার আবেদন করলে, তা কর্যকরী হবে।
তবে যে বিষয়গুলিতে খেয়াল রাখতে হবে সেগুলি হল, আপনার সোশ্যাল মিডিয়া ব্যবহার কেমন, তা খতিয়ে দেখা হবে। আর্থিক তছরুপের সঙ্গে কেউ জড়িত থাকতে পারবেন না। অপরাধমূলক কোনও কাজের রেকর্ড থাকা চলবে না।
এই ভিসার আবেদন করলে আপনি সারা জীবন সংযুক্ত আরব আমিরশাহিতে থাকতে পারবেন। পরিবারকে সেখানে নিয়ে যেতে পারবেন। যে কোনও ধরনের ব্যবসাও করতে পারবেন শুরু।
এই ভিসার আবেদন করতে গেলে প্রথমেই যে আপনাকে দুবাইতে যেতে হবে, তেমনি কোনও নিয়ম নেই। প্রথম পর্যায়ে দুবাই ভ্রমণ ছাড়াও এই গোল্ডেন ভিসার আবেদন আপনি করতে পারবেন বলে খবর।