Donald Trump. (Photo Credit: X/Screengrab)

দু পা এগিয়ে, এক পা পিছিয়ে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (President Donald Trump)। হোঁচট খেলো ট্রাম্প ট্যারিফ বা শুল্ক নীতি। মার্কিন মুলুকে ড্রাগ পাচার রুখতে আমেরিকা-মেক্সিকো সীমান্তে ১০ হাজার সৈন্য পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট ক্লদিয়া শেয়নবাউম। ট্রাম্প এমন দাবিই করেছিলেন মেক্সিকোর কাছে। ফোনের মাধ্যমে বলা কথায় মেক্সিকান প্রেসিডেন্ট সেই দাবি মেনে নেওয়ায় তিনি শুল্ক নীতি নিয়ে আরও এক মাস ভাববেন বলে ট্রাম্প জানিয়েছেন।

এবার শুল্ক নিয়ে খুব দ্রুত কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গেও ফোনে কথা বলবেন বলে ট্রাম্প জানিয়েছেন। খুব সম্ভবত মেক্সিকোর মত কানাডার ওপরও ২৫ শতাংশ শুল্ক আরোপের নিয়ম পিছিয়ে দিতে পারেন বলে ট্রাম্প। প্রসঙ্গত, ট্রাম্পের পাল্টা মেক্সিকো, কানাডাও মার্কিন পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণা করেছে। এর বড় প্রভাব মার্কিন বাজারে পড়েছে। শুল্কের চাপানউতোরে মার্কিন বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অনেকটা বেড়ে যাবে। তাতে রাতারাতি ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর তাই শুল্ক নিয়ে ট্রাম্প সাময়িক পিছু হটলেন বলে মনে করা হচ্ছে।

পিছু হটলেন ট্রাম্প

 

দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার সপ্তাহখানেকের মধ্যে প্রতিবেশী দেশ মেক্সিকো ও কানাডার পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারে দেওয়া কথা রেখে দুই পড়শি দেশের ওপর করের বোঝা চাপিয়ে মার্কিন অর্থনীতিকে চাঙ্গা করার দাওয়াই দিচ্ছেন ট্রাম্প। কিন্তু অন্য দেশের পণ্যে শুল্ক চাপাতে গিয়ে, নিজের দেশের মানুষের ওপরেই বোঝা চাপিয়ে ফেলছেন মার্কিন প্রেসিডেন্ট, তেমন কথা আমেরিকার মধ্যে থেকেই বারবার শোনা যাচ্ছে।