মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে বড়সড় দুর্ঘটনা। চালককে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন কর্তব্যরত এক পুলিশ আধিকারিক। সম্প্রতি ঘটনাটি ঘটেছে টেক্সাসের (Texas) একটি হাইওয়েতে। ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে পুলিশকর্মীর বাহাদুরি নিয়ে প্রশংসায় পঞ্চমুখ সকলে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, গাড়িতে আটকে থাকা তরুণী চালককে কীভাবে সুরক্ষিতভাবে উদ্ধার করা হয়। যদিও পরবর্তীকালে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
কবে ঘটনাটি ঘটেছে?
জানা যাচ্ছে, গত ৩০ সেপ্টেম্বর মধ্যরাতে টেক্সাসের একটি হাইওয়েতে ঘটনাটি ঘটেছে। যেখানে একটি চলন্ত সিডান গাড়ি থেকে আগুনের ফুলকি বেরোতে দেখেন মেসকুইট পুলিশ বিভাগের এক কর্মী। সেই কারণে গাড়িটির পিছু নিতে শুরু করে পুলিশের পেট্রোলিং গাড়ি। আর তারপরেই কিছুক্ষণ বাদে হাইওয়ের ধারে গাড়ির পেছনের অংশ জ্বলতে দেখে ওই আধিকারিক। তড়ঘড়ি সে বাঁচানোর জন্য এগিয়ে যায়। কিন্তু গাড়ির দরজা খোলা যাচ্ছিল না। এদিকে গাড়ির মধ্যে থাকা ২১ বছরের জ্যাকলিন টেনোরিও বাঁচার জন্য কাতর আর্জি জানাচ্ছিলেন।
কীভাবে বাঁচানো হল?
শেষমেশ ওই পুলিশকর্মী তাঁর সহকর্মীর সাহায্যে দরজার লক খোলে এবং রক্তাক্ত অবস্থায় তরুণীকে উদ্ধার করে। উদ্ধারের পর তাঁকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীকালে সে সুস্থ হয়ে উঠলে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে তাঁকে গ্রেফতার করে পুলিশ।