Gun, Representational Image (Photo Credit: File Photo)

ফের মার্কিন মুলুকে ভারতীয়র মৃত্যু। এবার ঘটনাটি ঘটেছে টেক্সাসের (Texas) ডালাসে। গ্যাস স্টেশনে কাজ করা এক ডাক্তারি পড়ুয়াকে গুলি করে খুন করল একদল দুষ্কৃতি। মৃত ছাত্রের নাম পোলে চন্দ্রশেখর। হামলাকারীদের নাম পরিচয় অবশ্য এখনও জানা যায়নি। তিনি তেলেঙ্গানার রঙ্গরেড্ডির বিএন রেড্ডি নগর এলাকার বাসিন্দা। ইতিমধ্যেই যুবকের মৃত্যুর খবর পেয়েছে পরিবার। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার। চন্দ্রশেখরের মরদেহ দেশে ফিরিয়ে আনতে রাজ্য সরকারের কাছে সাহায্যের আবেদন করেছেন পরিবারের সদস্যরা।

হামলাকারীদের পরিচয় এখনও জানা যায়নি

মৃতের দাদা জানিয়েছেন, ২০২৩ সালে দন্ত চিকিৎসায় উচ্চশিক্ষার জন্য আমেরিকায় গিয়েছিলেন তাঁর ভাই চন্দ্রশেখর। অনেক টাকা খরচ করে তাঁকে বিদেশে পাঠানো হয়েছিল। তবে ভালো চাকরি না পাওয়ার কারণে কয়েকমাস ধরে ডালাসে একটি গ্যাস স্টেশনে কাজ করছিলেন। শনিবার সকালে একদল অঞ্জাত পরিচয়ের যুবক তাঁর ওপর হামলা চালায়। যদিও হামলাকারীরা মৃতের পরিচিত ছিলেন কিনা, বা কোনও কারণে বচসা হওয়ার জেরে এই ঘটনা ঘটেছে কিনা, তা এখনও স্পষ্ট নয়।

শোকস্তব্ধ পরিবার

জানা যাচ্ছে, চন্দ্রশেখর এদেশে দন্ত চিকিৎসায় স্নাতক পাশ করেছিলেন। কিন্তু স্নাতকোত্তর ডিগ্রি পাওয়ার জন্যই সে বিদেশে পাড়ি দিয়েছিলেন। কিন্তু এভাবে তাঁর মর্মান্তিক পরিণতি হবে, একথা দুঃস্বপ্নেও ভাবতে পারেনি চন্দ্রশেখরের পরিবার। রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই তাঁর দেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছে।