Taslima Nasreen, Muhammad Yunus (Photo Credit: Facebook/Wikipedia)

দিল্লি, ২৩ মে: মহম্মদ ইউনুসের (Muhammad Yunus) পদত্যাগ করতে পারেন। এমনই খবরে পারদ চড়ছে বাংলাদেশে (Bangladesh)। শোনা যাচ্ছে, বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস পদত্যাগ করলে, তাঁর জায়গায় দায়িত্ব নিতে পারে সেনা বাহিনী। ইউনুস পদত্যাগ করতে পারেন, এই খবর নিয়ে যখন জোর চর্চা শুরু হয়েছে,  সেই সময় তাঁর বিরুদ্ধে তোপ দাগলেন তসলিমা নাসরিন (Taslima Nasreen)। বাংলাদেশের জনপ্রিয় লেখিকা ইউনুসের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে।

তসলিমা দাবি করেন, মহম্মদ ইউনুসকে জেরে ভরা উচিত। তিনি যেভাবে বাংলাদেশের একাংশের মানুষকে উত্তেজিত করে দেশে অস্থির পরিস্থিতি তৈরি করেছেন, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছেন, দেশের বন্দর, করিডর বিদেশি শক্তির হাতে সঁপে দিয়েছেন, তাতে তাঁর শাস্তি হওয়া উচিত। এমনকী ইউনুসের চেয়ে কম অপরাধ করেও অনেকে জেলে গিয়েছে। তাহলে ইউনুসের কেন জেল হবে না বলে প্রশ্ন তোলেন তসলিমা নাসরিন।

আরও পড়ুন: Taslima Nasrin On Bangladesh Situation: 'হিজাব পরিয়ে জিহাদের ভাষা' একরত্তির মুখে, মহিলাদের ঘরে রাখার নিদান, বাংলাদেশে প্রকাশ্যে 'শিশু হেনস্থার' প্রতিবাদ তসলিমার

দেখুন মহম্মদ ইউনুসকে নিয়ে কী লিখলেন তসলিমা...

প্রসঙ্গত শেখ হাসিনা (Sheikh Hasina) প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়তেই সে দেশে অরাজকতা তৈরি হয়। সংখ্যালঘু মানুষের উপর অত্যাচার থেকে শুরু করে শিল্পীদের হেনস্থা, কোনও কিছু বাদ পড়ছে না ইউনুস জমানায়। বিশেষ করে সংখ্যালঘুদের উপর অত্যাচার। যার বিরুদ্ধে ভারতের তরফে একাধিকবার প্রতিবাদ জানানো হয়। যার উত্তরে ইউনুস সরকার পালটা দাবি করে, বাংলাদেশ তেমন কিছু হচ্ছে না। সংখ্যালঘুদের বিষয়টিকে ভারত (India) 'অতিরঞ্জিত' করে দেখাচ্ছে। এরপরই থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমশ খারাপ হতে শুরু করে।

সম্প্রতি ইউনুসের ভারতের অংশ সেভেন সিস্টার নিয়ে মন্তব্যকেও একেবারে ভালভাবে নেয়নি দিল্লি। ফলে ভারত, বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক যে বর্তমানে তলানিতে প্রায়, তা কার্যত স্পষ্ট।