Shakira: আট বছরের জেলের শাস্তি শাকিরা-কে, কারণটা জানলে চমকে যাবেন
Shakira Caught Gerard Pique

মাদ্রিদ, ২৯ জুলাই: কর ফাঁকি মামলায় বড় শাস্তি দেওয়া হল দুনিয়ার জনপ্রিয় পপ গায়িকা শাকিরা (Shakira)-কে। কর ফাঁকি মামলায় দোষী সাব্যস্ত  'ওয়াকা ওয়াকা গার্ল'-কে আট বছরের সশ্রম কারাদণ্ড দিল স্পেনের আদালত। শাকিরা-র বিরুদ্ধে ১৪.৫ মিলিয়ন ইউরো কর ফাঁকি দেয়ার অভিযোগ তুলে মামলা করেছিলেন স্পেনের সরকারি এক আইনজীবী। সেই আইনজীবীর দাবি ছিল, স্পেনের কাতালোনিয়ার বাসিন্দা হয়েও নিজেকে বাহামার নাগরিক দেখিয়ে কর ফাঁকি দিয়েছেন গায়িকা।

২০১২-১৪ পর্যন্ত তিন বছরে শাকিরা ২০০ দিনের বেশি সময় ধরে স্পেনে থেকেছেন। এ কারণে তিনি দেশকে কর দিতে বাধ্য ছিলেন। কলম্বিয়ান শাকিরা প্রমাণের চেষ্টা করেছিলেন তিনি বাহামসের নাগরিক। কিন্তু স্পেনের কর আইনে বলা আছে, সেখানে যদি কেউ অন্তত ছয় মাস থাকেন, তাহলে ওই বছর তিনি কর দিতে বাধ্য। সেখানে ওই তিন বছর ফুটব লার পিকে-র গার্লফ্রেন্ড শাকিরা স্পেনে ২০০ দিনেরও বেশি ছিলেন। আরও পড়ুন-প্রস্থেটিক পেনিসের মাধ্যমে মহিলা, পুরুষের সঙ্গে 'সেক্স ' ট্রান্সজেন্ডারের

দেখুন টুইট

তা আদালতে প্রমাণ হওয়ার পর এই সাজা শোনানো হল। স্পেনের আয়কর আইন এত কড়া যে অতীতে দুনিয়ার তাবড় তাবড় সেলেবদের জেলের সাজা দেওয়া হয়েছে।